ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এই মাত্র পাওয়াঃ সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৭ ১৩:১৪:১১
এই মাত্র পাওয়াঃ সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

তবে এরূপ প্রবাসীদেরকে (বিশেষ করে যারা ইকামা সংক্রান্ত জটিলতার কারণে কফিল/স্পন্সর/ কোম্পানি থেকে

কোন বেতন না পাওয়ায় খাদ্যাভাবে রয়েছেন) নিম্নে বর্ণিত ইমেইল বা হোয়াটস আপে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আপনার নাম, ইকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, কোথায় অবস্থান করছেন,

কতদিন যাবত কর্মহীন ও বেতনহীন আছেন তা উল্লেখ পুর্বক আপনার পাসপোর্ট ও ইকামার ফটোকপি

দিয়ে সাহায্য চেয়ে দূতাবাস বরাবর নিম্নোক্ত ইমেইল বা হোয়াটস আপে আপনার আবেদন প্রেরণ করুন।

ইমেইলঃ [email protected], হোয়াটস আপ নাম্বারঃ +৯৬৬৫৬০৩৪৬৭৯৭

(উপর্যুক্ত ইমেইল/ হোয়াটস আপে শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদের অধিক্ষেত্রাধীন রিয়াদ, আল খারজ, ওয়াদী আদ দাওয়াসীর, দোয়াদমী, দাম্মাম, খোবার, আলহাসা, জুবাইল, হাফার আল বাতেন, আল কাসীম, হায়েল, সাকাকা, আরআর অঞ্চলে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী কর্মীদের যাদের একান্ত জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন তাদেরকে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো।)

যেকোন তথ্যের জন্যঃঃ টোল ফ্রি নাম্বারঃ ৮০০১০০০১২৫ (কুটনৈতিক), টোল ফ্রি নাম্বারঃ ৮০০১০০০১২৫ (শ্রম বিষয়ক),

টোল ফ্রি নাম্বারঃ ৮০০১০০০১২৬ (পাসপোর্ট বিষয়ক), সকাল আট ঘটিকা হতে দুপুর এক ঘটিকা পর্যন্ত (রবি থেকে বৃহষ্পতিবার)

বিঃ দ্রঃ জেদ্দা কনস্যুলেটের আওতাধীন এলাকার তথ্যের জন্য জেদ্দা কনস্যুলেটের টোল ফ্রি নম্বর ৮০০২৪৪০০৫১ এ ( রবি থেকে বৃহষ্পতিবার সকাল নয় ঘটিকা হতে দুপুর এক ঘটিকা পর্যন্ত ) যোগাযোগ করার অনুরোধ করা হলো।

দূতাবাস কর্তৃপক্ষ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে