ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের জন্য জরুরী বার্তাঃ মালয়েশিয়া শ্রমিকদের জন্য সরকারের নতুন ঘোষণা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০৭ ২০:১৩:১২
প্রবাসীদের জন্য জরুরী বার্তাঃ মালয়েশিয়া শ্রমিকদের জন্য সরকারের নতুন ঘোষণা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন দেশের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশি শ্রমিকদের জন্যও প্রণোদনা ঘোষণা করেন তিনি। এর আওতায় প্রবাসী কর্মীদের লেভিচার্জ ২৫ শতাংশ কমানোর ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।

নিজ দেশের সব শ্রেণির ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। পাশাপাশি প্রতিটি ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী পাবেন আলাদা আর্থিক প্রণোদনা প্যাকেজ।

গতকাল সোমবার বিকেল ৪টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ভিসা নবায়নের ক্ষেত্রে কোম্পানি কর্তৃক প্রদত্ত লেভিচার্জ ২৫ শতাংশ কমানো হলো। করোনা পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতি বিদ্যমান থাকা অবধি এ সিদ্ধান্ত চলমান থাকবে।

মালিকপক্ষকে চলমান সংকট চলাকালীন বেতন পরিশোধ করে দেওয়ার জন্যও বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। নির্দেশ অমান্য করলে কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

বিভিন্ন এজেন্ট ও কোম্পানিতে ভিসাধারী বাংলাদেশি কর্মীরাও এ সুবিধা ভোগ করতে পারবেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে মালয়েশিয়ায় এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬২ জন। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া যায়নি।

চলতি মাসের প্রথম দিন থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালিকপক্ষের জন্যও ২৫ শতাংশ লেভিচার্জ মওকুফ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে