ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

লকডাউনে আটক থাকে অবৈধ প্রবাসীদের বিশাল সুখবর দিল মালয়েশিয়া সরকার

২০২০ মে ০১ ১৮:১৭:০৪
লকডাউনে আটক থাকে অবৈধ প্রবাসীদের বিশাল সুখবর দিল মালয়েশিয়া সরকার

মরণব্যাধি করনা মোকাবেলায় অনেকটা এগিয়ে মালয়েশিয়া।"মালয়েশিয়ায় আটক হাজার হাজার অবৈধ অভিবাসীকে তারা শীঘ্রই তাদের নিজ নিজ দেশে ফেরত পাবে সে জন্য তাদেরকে আলাদা ভাবে পুলিশ প্রশাসনের হাতে দায়িত্ব দেয়া হয়েছে ইমিগ্রেশন প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করে তাদের তালিকাভুক্ত করেছে তাদের দেশে পাঠানো হবে।"এক সাংবাদিক সম্মেলনে এমন টা জানান দেশেটি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইসমাইল সাবরি ইয়াকুব

তিনি আরো জানান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বেশকয়েকটি পাইকারি কাঁচাবাজারে অবৈধ অভিবাসীরা ব্যবসায়ের পসর বসেছিলেন যেখানে নোংরা পরিবেশে অবৈধ উপায়ে তারা ব্যবসা-বাণিজ্য করে আসতেছিল বছরের পর বছর, বিভিন্ন সময়ে মিগ্রেশন অভিযান চালিয়ে তাদের আটক করে দেশে পাঠানোর পরও বারবার অবৈধরা সেখানে ব্যবসা চালিয়ে আসছিলেন সর্বশেষ করোনা

পরিস্থিতিতে মালয়েশিয়ায় এসকল নোংরা পরিবেশে কাঁচাবাজারগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় এবং অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয় এসকল কাঁচাবাজারগুলোতে ক্রেতা এবং বিক্রেতা বিশেষ করে অবৈধ অভিবাসীরা যারা অবৈধ উপায়ে বাজারগুলিতে ব্যবসা করে আসছিলেন।

তারপর থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রশাসন পুলিশ এই সকল কাঁচাবাজার গুলিকে লকডাউন করে দেয় এবং তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় এর আশেপাশে যারা বসবাস করত অবৈধ অভিবাসী এবং সবাইকে চেক করে অভৈধ আটক করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মালয়েশিয়ায় 40 জন মিয়ানমারের নাগরিক যারা একটি ফ্যাক্টরিতে কাজ করত তারা লকডাউন এর সময় তাদের মিয়ানমারে নতুন বর্ষ উপলক্ষে মালয়েশিয়ার একটি হোস্টেলে পানি উৎসব পালন করার সময় ইমিগ্রেশন তাদেরকে আটক করে এবং সবাইরে ভিসা ক্যানসেল করে মিয়ানমারে তাদেরকে ফেরত পাঠায়।

বর্তমান সময়ে মালয়েশিয়ায় অর্থনৈতিকভাবে মন্দার সময় পার করছে এবং অনেক মিল ফ্যাক্টরি ব্যবসা-বাণিজ্যসহ সকল কিছুই এখন ক্ষতির সম্মুখীন তাই এখন শ্রমিকের চাহিদা কমে গেছে সুতরাং এই সময়ে যারা আটক হবে তাদের ভিসা থাকলেও হয়তো কম্পানি এসে না ছুটালে তাদের ভিসা ক্যানসেল করে দেশে ফেরত পাঠানো হবে সুতরাং মালয়েশিয়ায় থাকা বৈধ এবং অবৈধ অভিবাসী সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেছে মালয়েশিয়ায় প্রবাসী কমিউনিটিরা।

পাঠকের মতামত:

প্রবাসী এর সর্বশেষ খবর

প্রবাসী - এর সব খবর



রে