ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌদির সড়কে ঝরে গেল পাথরঘাটার সুলতানের প্রাণ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২২ ২০:৩৭:৫৮
সৌদির সড়কে ঝরে গেল পাথরঘাটার সুলতানের প্রাণ

লাশ ফেরাতে কাঁদছে পরিবার, সরকারি সহায়তা চায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছরের প্রবাসজীবনের শেষে এবার চিরদিনের জন্য ফিরবেন সুলতান হাওলাদার—এমনটি কেউ ভাবেনি। শরীরে অস্ত্রোপচারের ক্ষত নিয়ে ড্রেসিং করাতে যাচ্ছিলেন হাসপাতাল। কিন্তু গন্তব্যে পৌঁছানো আর হলো না। বরং হাসপাতালের সামনেই থেমে গেল তার জীবনের পথচলা। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরগুনার পাথরঘাটার এই প্রবাসী।

বুধবার (২১ মে), সৌদি সময় দুপুর ৩টার দিকে রিয়াদের আল খারিজ সড়কের আজিজিয়া এলাকায় অবস্থিত রাবেয়া হাসপাতালের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার ছিলেন বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের বাসিন্দা।

সৌদি প্রবাসী আব্দুর রহিম মোল্লা জানান, রাবেয়া হাসপাতালের উল্টো দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন সুলতান। ঠিক সেই সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দেয়। শুধু চাপা দিয়েই থামেনি, তাকে প্রায় ২০০ গজ পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হিমঘরে পাঠায়।

সুলতান একটি মিসরীয় মালিকানাধীন কেমিক্যাল কোম্পানিতে কাজ করতেন। ফেব্রুয়ারিতে দেশে এসে মার্চে ফের সৌদি আরবে ফেরেন তিনি। পেছনে রেখে গেছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা ও ১৩ বছরের একমাত্র কন্যা।

ভাঙা কণ্ঠে সুলতানের স্ত্রী বলেন, "কয়েক দিন আগে হার্নিয়ার অপারেশন হয়েছিল। ড্রেসিং করাতে যাবেন বলে বলেছিলেন। রাতে ফোন আসে—ওপাশ থেকে শুধু বলে, সড়ক দুর্ঘটনায় সুলতান নেই। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এখন শুধু চাই, তার মরদেহটা যেন দেশে ফিরিয়ে আনা হয়।"

লাশ দেশে আনতে কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। তবে পরিবার চাইছে সরকারের সরাসরি হস্তক্ষেপ ও সহায়তা।

দীর্ঘ এক দশক ধরে গৃহের বাইরে থাকা সুলতান হাওলাদার চেয়েছিলেন মেয়ে বড় হলে দেশে ফিরে স্থায়ী হবেন। সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। এখন শুধু নিথর দেহটুকুই ফেরার অপেক্ষায়।

সৌদির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামেও যেন নেমে এসেছে নিস্তব্ধতা। প্রিয়জনের অপেক্ষায় দিন গুনছে একটিমাত্র পরিবার—যাদের সব আশা-ভরসা ছিল সুলতানের উপরই।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ