ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শেয়ার-মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে প্রভিশন বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় ব্যাংক

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৭ ২২:৪১:০৩
শেয়ার-মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে প্রভিশন বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্স কোম্পানিগুলোর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা আরও সুসংহত করতে শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজে প্রভিশন সংরক্ষণের নতুন নীতিমালা জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগের আর্থিক ক্ষতির বিপরীতে সুনির্দিষ্ট হারে সংস্থান (প্রভিশন) গঠন করতে হবে।

৭ জুলাই জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজারমূল্য যদি ক্রয়মূল্যের নিচে থাকে, তাহলে সেই পার্থক্যের পরিমাণকে ক্ষতি ধরে সমপরিমাণ প্রভিশন গঠন বাধ্যতামূলক।

অ-তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে নিট সম্পদ মূল্যের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়িত মূল্য ক্রয়মূল্যের চেয়ে কম হলে ওই ক্ষতির পরিমাণ অনুযায়ী প্রভিশন রাখতে হবে।

প্রেফারেন্স শেয়ার, বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগের পর নির্ধারিত সময়সীমার মধ্যে সুদ বা ডিভিডেন্ড না পাওয়া গেলে ধাপে ধাপে প্রভিশন গঠন করতে হবে—প্রথম অর্থবছরে ২৫ শতাংশ, দ্বিতীয় বছরে ৫০ শতাংশ এবং তৃতীয় বছরে ১০০ শতাংশ।

স্বল্পমেয়াদি বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে মেয়াদ শেষে অর্থ ফেরত না পাওয়া গেলে পুরো বিনিয়োগের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রাপ্য ডিভিডেন্ড যতদিন না পর্যন্ত নগদে আদায় হয়, ততদিন তা আয় হিসেবে আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা যাবে না।

নির্দেশনাগুলো ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক থেকে কার্যকর হবে। ফাইন্যান্স কোম্পানিগুলোকে মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর প্রান্তিকভিত্তিক বিনিয়োগের বিপরীতে প্রভিশন হিসাব নিরীক্ষা করে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩’-এর অধীন এই নির্দেশনা জারি করা হয়েছে। লক্ষ্য হলো—বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকির যথাযথ প্রতিফলন নিশ্চিত করা এবং আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বজায় রাখা।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ