ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

বড় দু:সংবাদ পেল বিএনপির ২৭ নেতা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১৮:০৫:১৬
বড় দু:সংবাদ পেল বিএনপির ২৭ নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দলটির ২৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

ময়মনসিংহে সাংগঠনিক ব্যবস্থা

ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির একটি বড় অংশ এই বহিষ্কারাদেশের আওতায় এসেছে। শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়া নেতারা হলেন:

ভালুকা উপজেলা বিএনপির তিন যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ ও সারোয়ার জাহান এমরান। এ ছাড়া সদস্য মোস্তফিজুর রহমান মামুন, জেলা ওলামা দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মাওলানা মফিজুল ইসলাম, সদস্য আবু সাঈদ জয়েল এবং নাইমুল করিম জান্নাতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নারায়ণগঞ্জে বড় পতন

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও ইউনিটে দলটির চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে রেকর্ডসংখ্যক নেতা পদ হারিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা:

থানা কমিটির সভাপতি মাজেদুল ইসলাম ও সহ-সভাপতি জি এম সাদরিলসহ শীর্ষ সারির ১৪ জন নেতা বহিষ্কৃত হয়েছেন। এই তালিকায় রয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ এবং সাংগঠনিক সম্পাদক আলী আকবর।

এ ছাড়া মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন—থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ করিম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া। তালিকায় আরও আছেন ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জামান মির্জা।

সোনারগাঁও উপজেলা ও পৌরসভা:

সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, দুই যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন এবং সদস্য খন্দকার আবু জাফরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকও বহিষ্কারের তালিকায় রয়েছেন।

বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামীতেও এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ