ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সী পার্লের ৭% ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ শুরু

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৮ ১৩:৩৫:৩০
সী পার্লের ৭% ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরের জন্য ঘোষিত ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ড সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। এরপর এটি বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

ডিভিডেন্ড বিতরণ শেয়ারহোল্ডারদের জন্য বিনিয়োগ থেকে রিটার্ন হিসেবে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা এবং লাভজনকতা প্রদর্শন করে। সী পার্লের এই সিদ্ধান্ত বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড দীর্ঘমেয়াদে টেকসই বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে, যা কোম্পানির কার্যক্রম ও আর্থিক সফলতার প্রতিফলন।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ