ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দেড় ঘণ্টায় ২১৯ কোম্পানির শেয়ারদর বেড়েছে, লেনদেন ২৪৫ কোটি

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৫ ১২:০৪:২৯
দেড় ঘণ্টায় ২১৯ কোম্পানির শেয়ারদর বেড়েছে, লেনদেন ২৪৫ কোটি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। দিনের শুরুতে বাজারে সক্রিয়তা দেখা গেলেও সূচকের দোদুল্যমানতায় বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৫ কোটি ২৩ লাখ টাকার বেশি। এ সময় পর্যন্ত ২১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৭৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।

সূচকের দিক থেকে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৭৩ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৪.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,১০৮ পয়েন্টে। অন্যদিকে, ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ‘ডিএস-৩০’ ০.৯৫ পয়েন্ট কমে নেমে এসেছে ১,৮৯৯ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, কিছু খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও সামগ্রিকভাবে বাজার এখনো স্থিতিশীল হয়নি। ফলে সূচক ও লেনদেনে ওঠানামা অব্যাহত রয়েছে। তবে প্রথম দেড় ঘণ্টার লেনদেন ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ