ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পুঁজিবাজারে নতুন নেতৃত্ব, বিএসইসির পরিচালক হলেন মনির হোসেন

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৭ ১৩:০৯:২২
পুঁজিবাজারে নতুন নেতৃত্ব, বিএসইসির পরিচালক হলেন মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। বর্তমানে তিনি কমিশনের যুগ্মপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি বিএসইসির আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পরিচালক হিসেবে কাজ করবেন।

এই নিয়োগের বিষয়ে ১৬ জুলাই ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “জনস্বার্থে জারিকৃত এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে।”

নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি দেশের পুঁজিবাজারের সুশাসন, নীতি প্রণয়ন ও তদারকির দায়িত্ব পালন করে থাকে। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে সংস্থার প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ