ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২১ ১৬:৫৮:০৫
এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: আরএকে সিরামিকস শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই এক বিজ্ঞপ্তিতে জানায়, কোম্পানিটি ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণ করেছে। নির্ধারিত শর্ত পূরণ করায় ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ক্যাটাগরিতে কোম্পানির লেনদেন শুরু হবে ২২ জুলাই ২০২৫ থেকে।

নিয়মানুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরের পরবর্তী সাত কার্যদিবস কোম্পানিটিকে কোনো ধরনের মার্জিন লোন বা ঋণ সুবিধা না দিতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই।

একটি কোম্পানি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন ও ঘোষিত ডিভিডেন্ড প্রদান করলে, সেটিকে ‘এ’ ক্যাটাগরির আওতায় স্থানান্তরের সুযোগ থাকে।

আরএকে সিরামিকসেরএই উন্নয়ন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ