ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লভ্যাংশ পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২২ ২২:০১:৪৬
লভ্যাংশ পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানি দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে ডিভিডেন্ড হস্তান্তর করা হয়েছে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স গত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করে, যা বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়। ডিভিডেন্ডের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ও অন্যান্য মাধ্যমের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, ডাচ্-বাংলা ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদনের পর, শেয়ারহোল্ডারদের মাঝে নির্ধারিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ বিতরণ সম্পন্ন করা হয়।

ডিভিডেন্ড বিতরণ প্রক্রিয়ার সফল বাস্তবায়ন শেয়ারহোল্ডারদের সঙ্গে কোম্পানিগুলোর দায়বদ্ধতা ও সুশাসনের প্রতিফলন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ