ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মুনাফায় ধস: বহুজাতিক কোম্পানিগুলো কেন সংকটে পড়ছে

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৫:১৭:০৩
মুনাফায় ধস: বহুজাতিক কোম্পানিগুলো কেন সংকটে পড়ছে

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল–জুন ২০২৪ প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানির মুনাফা কমেছে। মুদ্রাস্ফীতির কারণে ভোক্তা ব্যয় সংকুচিত হওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়াকে এই পতনের মূল কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ১৪টি বহুজাতিক কোম্পানির সম্মিলিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম। তবে জানুয়ারি–মার্চ প্রান্তিকের তুলনায় এটি ৬ শতাংশ বেশি।

চাহিদা সংকোচন ও সুদের চাপ

বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ধারাবাহিকভাবে ঋণের সুদের হার বেড়েছে, যা ব্যবসা পরিচালনার ব্যয় বাড়িয়েছে। এর পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতির ফলে ভোক্তা চাহিদা কমে গেছে। বিক্রি কমে গেলে কোম্পানিগুলোর মুনাফা কমা স্বাভাবিক—বিশেষজ্ঞরা এমনটিই মনে করছেন।

লোকসানে যেসব প্রতিষ্ঠান

বাটা শু বাংলাদেশ: খুচরা বিক্রয় কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হওয়ায় বিক্রি ৩৯% কমে ১৫৮ কোটি টাকায় নেমেছে। এর ফলে কোম্পানিটি প্রায় ১০ কোটি টাকা লোকসানে পড়েছে (গত বছর একই সময়ে ১৯ কোটি টাকা মুনাফা)।

সিঙ্গার বাংলাদেশ: বিজ্ঞাপন, ওয়ারেন্টি ক্লেইম, ব্যাংক চার্জ ও ডেমারেজ খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিটির ৩১ কোটি টাকা লোকসান হয়েছে, যেখানে গত বছর একই সময়ে তাদের মুনাফা ছিল ২৫ কোটি টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো: বিক্রি কমেছে এবং অপারেশনাল খরচ বেড়েছে। মুনাফা কমেছে ৮১%।

আরএকে সিরামিকস: রাজস্ব ১৫% বাড়লেও কোম্পানিটি ১৮.৫ কোটি টাকা লোকসান করেছে—যা আগের বছরের তুলনায় ১৮ গুণ বেশি।

যারা স্থিতিশীল থেকেছে

মেরিকো বাংলাদেশ: পণ্যের স্থিতিশীল চাহিদা এবং ব্যয় নিয়ন্ত্রণের কৌশলের কারণে রাজস্ব ও মুনাফা উভয়ই বেড়েছে।

রবি আজিয়াটা: পরিচালন ব্যয় কমিয়ে মুনাফা ১৪০% বৃদ্ধি করে ২৫৭ কোটি টাকায় পৌঁছেছে।

সামনে কী আছে?

বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান মুদ্রানীতি ও উচ্চ সুদের হার বহাল থাকলে ঋণনির্ভর কোম্পানিগুলোর ওপর চাপ আরও বাড়বে। নির্মাণসংশ্লিষ্ট (সিমেন্ট, স্টিল, পেইন্টস) খাতে বড় ধরনের প্রবৃদ্ধির সম্ভাবনা আপাতত কম। কোম্পানিগুলোকে মুনাফা ধরে রাখতে বিক্রি উন্নত করা ও ব্যয় নিয়ন্ত্রণে আরও কার্যকর কৌশল নিতে হবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ