ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

মার্জিন ঋণে কড়াকড়ি, অস্থির শেয়ারবাজারে সূচক হারাল ৩১ পয়েন্ট

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২০ ১৫:৩২:৫৫
মার্জিন ঋণে কড়াকড়ি, অস্থির শেয়ারবাজারে সূচক হারাল ৩১ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: মার্জিন ঋণের ওপর নতুন শর্ত আরোপের খবরে দেশের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার (২০ আগস্ট) দিনের বেশিরভাগ সময় ইতিবাচক প্রবণতা থাকলেও শেষ ঘণ্টায় বিক্রির চাপ বাড়ায় সূচক নিচে নেমে আসে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৭৯ পয়েন্টে।

বাজারের সাম্প্রতিক প্রবণতা

গত কয়েক সপ্তাহ ধরে সূচকের উত্থান-পতন অব্যাহত রয়েছে। টানা সাত কার্যদিবসে সূচক ২২২ পয়েন্ট হারানোর পর তিন কার্যদিবসে ১০৫ পয়েন্ট পুনরুদ্ধার করে বাজার। তবে স্থিতিশীল হতে না হতেই আবারো পতন দেখা দেয়। মঙ্গলবার সূচক কমে ৯ পয়েন্ট এবং বুধবার পতন বেড়ে দাঁড়ায় প্রায় ৩১ পয়েন্টে।

মার্জিন নীতির প্রভাব

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার “মার্জিন বিধিমালা (রহিতকরণ), ২০২৫”-এর খসড়া প্রকাশ করেছে। খসড়ায় বলা হয়েছে, মার্জিন ঋণ পেতে হলে একজন বিনিয়োগকারীর বছরে গড়ে ন্যূনতম ৫ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। এর ফলে ছোট বিনিয়োগকারীদের মার্জিন সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে।

এছাড়া, যাদের স্থায়ী আয়ের উৎস নেই—যেমন ছাত্র, গৃহিণী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি—তাদের জন্য মার্জিন ঋণ বন্ধের প্রস্তাব করা হয়েছে। কমিশনের মতে, সীমিত সক্ষমতার বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাজারসংশ্লিষ্টদের মতামত

বিনিয়োগকারীদের মধ্যে এই নীতিমালা নিয়ে ভিন্নমত দেখা গেছে। এক পক্ষের মতে, স্বল্প আয়ের বিনিয়োগকারীরা বাজার থেকে সরে গেলে তারল্য সংকট বাড়তে পারে। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, ঋণনির্ভর বিনিয়োগ কমলে বাজার স্থিতিশীলতা ফিরে পেতে পারে।

সূচক ও লেনদেনের চিত্র

বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩১.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। ডিএসইএস কমেছে ১১.৯২ পয়েন্ট নেমে ১ হাজার ১৭৭.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৬.২২ পয়েন্টে।

দিনে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির দর বেড়েছে, ২২৩টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল। তবে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৮৩ কোটি ৭৪ লাখ টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আরও কমেছে। এদিন লেনদেন হয় ৯ কোটি ৯৬ লাখ টাকার, যা আগের দিনের ১৮ কোটি ২৭ লাখ টাকার তুলনায় প্রায় অর্ধেক। এখানে ২২৮টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯১টির দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত থাকে।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫.৪২ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক কমেছিল ১৫.২৭ পয়েন্ট।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ