ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২২ ১৭:০৮:১৪
শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সামগ্রিক মন্দার মধ্যেও দুর্বল ও লোকসানি কোম্পানিগুলোর শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন দেখা দিয়েছে, যা বাজার বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। কোম্পানিগুলো বারবার মূল্যবৃদ্ধির সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানালেও শেয়ারের দাম বেড়েই চলেছে। এই প্রবণতা বাজারে কারসাজিকারীদের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টানা তৃতীয় দিনের মতো বাজারের সার্বিক পরিস্থিতি নিম্নমুখী থাকলেও সপ্তাহজুড়ে বেশ কয়েকটি দুর্বল ও 'বি' ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে কিছু কোম্পানি বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় এবং সময়মতো তাদের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে না। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ১০টি লাভজনক কোম্পানির মধ্যে দুটি ছিল লোকসানি বা 'জাঙ্ক' এবং সাতটি ছিল 'বি' ক্যাটাগরির। উল্লেখ্য, কোনো কোম্পানি টানা ছয় মাস বাণিজ্যিক কার্যক্রমে না থাকলে, পরপর দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হলে, অথবা সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে না পারলে সেটিকে 'জাঙ্ক' শেয়ার হিসেবে বিবেচনা করা হয়।

বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার কঠোর ব্যবস্থা সত্ত্বেও দুর্বল ও বন্ধ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি প্রমাণ করে যে বাজারে কারসাজিকারীরা এখনো সক্রিয়। বাজার সংশ্লিষ্টদের মতে, "এই কোম্পানিগুলোর মৌলিক আর্থিক অবস্থানে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। তাই ধারণা করা যায়, ফটকাবাজারি ও স্বল্প মেয়াদে লাভের উদ্দেশ্যেই এই শেয়ারগুলোর দাম বাড়ছে।"

এই পরিস্থিতির একটি বড় উদাহরণ হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটি ১.৮৬ মিলিয়ন টাকা লোকসান দেখিয়েছে এবং ২০২৪ সালে মাত্র ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তা সত্ত্বেও, বৃহস্পতিবার সব মৌলভিত্তির শেয়ারকে পেছনে ফেলে এটির শেয়ারদর ১০ শতাংশ বেড়ে শীর্ষে উঠে আসে। সপ্তাহজুড়ে শেয়ারটির দাম ৪৭ শতাংশের বেশি বেড়ে ৭২ টাকা ৬০ পয়সায় ক্লোজ হয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ডিএসই কারণ দর্শানোর নোটিশ দিলে জবাবে কোম্পানিটি জানায়, তাদের কাছে শেয়ারের দাম বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

একইভাবে, সমতা লেদার কমপ্লেক্স নামের আরেকটি দুর্বল কোম্পানি সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের কোনো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা সত্ত্বেও বৃহস্পতিবার এর শেয়ারের দাম ৯.৯২ শতাংশ বেড়ে ১০৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। গত এক মাসে এই শেয়ারটির দাম বেড়েছে ৪৭ শতাংশ। বন্ধ থাকা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং জিল বাংলা সুগার মিলসের মতো কোম্পানির শেয়ারের দামও যথাক্রমে ৮.৭০ শতাংশ ও ৮.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, কারসাজি ছাড়া এসব বন্ধ বা দুর্বল কোম্পানির শেয়ারের দামে এমন অস্বাভাবিক উল্লম্ফন সম্ভব নয়। একটি সংঘবদ্ধ চক্র যখন দামকে প্রভাবিত করে, তখন দ্রুত লাভের আশায় অন্য বিনিয়োগকারীরাও সেই স্রোতে গা ভাসান। তারা আরও বলেন, কম বিনিয়োগে বেশি মুনাফা করার লক্ষ্যে কারসাজিকারীরা সাধারণত দুর্বল শেয়ার বেছে নেয়। এই পরিস্থিতিতে, তারা সাধারণ বিনিয়োগকারীদের লোকসানি ও দুর্বল মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ