ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৪ ১৮:৩৪:৩৪
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাত এখন পাঁচটি বড় কোম্পানির দাপটে কার্যত ঘিরে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে, এই পাঁচ প্রতিষ্ঠানের প্রভাবের কারণে খাতে প্রতিযোগিতা কমছে, ছোট প্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াইয়ে হিমশিম করছে এবং সেবা–পণ্যের বৈচিত্র্য সীমিত হচ্ছে।

জীবন বিমা খাতে মোট সম্পদ দাঁড়িয়েছে ৪৮,৫৬০ কোটি টাকা, যার প্রায় ৭৭ শতাংশ বা ৩৭,৩৫৭ কোটি টাকা নিয়ন্ত্রণ করছে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান। প্রিমিয়ামের ক্ষেত্রেও তাদের অংশীদারিত্ব ৬৫ শতাংশের বেশি। সরকারি প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশন একাই দখল করছে ৬.৪৫ শতাংশ সম্পদ এবং ৭.০১ শতাংশ প্রিমিয়াম।

অন্যদিকে, নন-লাইফ বিমা খাতে মোট সম্পদ ২০,৫৩০ কোটি টাকা, যার মধ্যে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে ৬২.৬৭ শতাংশ সম্পদ এবং ৫৬.০২ শতাংশ প্রিমিয়াম। এককভাবে সাধারণ বিমা কর্পোরেশন দখল করছে ৪২.১৭ শতাংশ সম্পদ এবং ২৭.১০ শতাংশ প্রিমিয়াম।

প্রতিবেদনটি বলছে, বিমা খাত নিজস্ব সেক্টর হলেও এটি সরাসরি সংযুক্ত ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বন্ড বাজার ও পুঁজিবাজারের সঙ্গে। জীবন বিমা কোম্পানিগুলো তাদের মোট বিনিয়োগের ৬৩ শতাংশ সরকারি বন্ডে রেখেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানতের হার ২০২৩ সালের ১৫.৫৭ শতাংশ থেকে কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৩.২৫ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, এই আমানতের অংশ ব্যাংক খাতের মোট আমানতের মাত্র ০.৯৫ শতাংশ, তাই বিমা কোম্পানিগুলো হঠাৎ টাকা তুলে নিলেও ব্যাংক খাতে বড় সংকটের আশঙ্কা নেই। কিন্তু বিপরীত পরিস্থিতি ঘটলে—যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ধসে পড়লে—বিমা খাতও বড় ক্ষতির মুখে পড়বে। এছাড়া, মোট বিনিয়োগের ১০.৫৯ শতাংশ শেয়ারবাজারে থাকায় দুর্বল শেয়ারবাজারের কারণে আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে যে, শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের কোনো একটি আর্থিক সংকটে পড়লে পুরো খাতই ঝুঁকির মধ্যে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, বিমা খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে ছোট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও বৈচিত্র্য বাড়ানো অত্যন্ত জরুরি।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ