ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

Alamin Islam

Senior Reporter

বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৬ ১৬:১৮:৪০
বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আজ সূচকের সামান্য পতন লক্ষ্য করা গেছে। সূচকের বড় পতন থেকে বাঁচিয়েছে নয়টি নির্দিষ্ট কোম্পানি। এই কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ায় সার্বিক সূচকে যোগ হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সূচককে এগিয়ে নেওয়ার এই লড়াইয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আজ দিন শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূচক বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিকন ফার্মাসিউটিক্যালস (BEACONPHAR)। কোম্পানিটির শেয়ারের দাম ২.৩১% বেড়ে ১৪১.৫ টাকায় দাঁড়িয়েছে, যা এককভাবে সূচকে ১.৫১ পয়েন্ট যোগ করেছে।

সূচককে উপরের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি খাতের প্রতিষ্ঠান তিতাস গ্যাস (TITASGAS)। এর শেয়ার দর ১.৭৯% বৃদ্ধি পেয়ে ২২.৮ টাকায় পৌঁছেছে, যা সূচকে যোগ করেছে ১.৩৪ পয়েন্ট। এরপরই ১.১৪ পয়েন্ট যোগ করে

তৃতীয় অবস্থানে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (UPGDCL); এর শেয়ারের দাম ৪.১৭% বেড়ে ১৪৫ টাকায় লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (POWERGRID) সূচকে ১.০৩ পয়েন্ট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSCPLC) ০.৯৫ পয়েন্ট যোগ করেছে। তাদের শেয়ারদর যথাক্রমে ২.৪২% ও ১.০০% বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, শতাংশের হিসাবে সবচেয়ে বেশি দাম বেড়েছে Bashundhara Paper Mills Limited (BPML) এর শেয়ারে। কোম্পানিটির শেয়ারদর ৯.৩২% বাড়লেও সূচকে এর প্রভাব ছিল ০.৬৬ পয়েন্ট। এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট (HEIDELBCEM), পদ্মা অয়েল (PADMAOIL) এবং LafargeHolcim Bangladesh PLC (LHB) যথাক্রমে ০.৮৩, ০.৮১ এবং ০.৫৮ পয়েন্ট যোগ করে সূচকের উত্থানে সহায়তা করেছে।

সব মিলিয়ে, এই প্রধান কোম্পানিগুলোর শেয়ারের ইতিবাচক লেনদেনই আজকের বাজারে সূচকের বড় পতনের হাত থেকে বাঁচিয়েছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ