ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

আজকের খেলার সূচি: সিপিএল থেকে শুরু করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৮ ০৭:৪৯:৫৬
আজকের খেলার সূচি: সিপিএল থেকে শুরু করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটা জমজমাট হতে যাচ্ছে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলবে টানা খেলা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়ে শুরু হবে দিনের খেলা, এরপর রয়েছে টেনিসের মহারণ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড। রাতের দিকে থাকছে বহুল প্রতীক্ষিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠান। পাশাপাশি দ্য হানড্রেড ক্রিকেট টুর্নামেন্টের নারী ও পুরুষদের ম্যাচ থাকছে সূচিতে। দর্শকদের জন্য পুরো দিনজুড়ে থাকবে খেলাধুলার দারুণ ভোজ।

আজকের খেলার সূচি

টুর্নামেন্ট/ইভেন্টম্যাচ/পর্বসময়সম্প্রচার মাধ্যম
সিপিএল ত্রিনবাগো – অ্যান্টিগা ভোর ৫টা স্টার স্পোর্টস সিলেক্ট ২
ইউএস ওপেন ২য় রাউন্ড রাত ৯টা স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের ড্র রাত ১০টা সনি স্পোর্টস ২, উয়েফা ডট কম
দ্য হানড্রেড (নারী) সাউদার্ন ব্রেভ – ওয়েলশ ফায়ার রাত ৮টা সনি স্পোর্টস ১
দ্য হানড্রেড (পুরুষ) সাউদার্ন ব্রেভ – ওয়েলশ ফায়ার রাত ১১:৩০ মি. সনি স্পোর্টস ১

খেলার বিশেষ আকর্ষণ

সিপিএল: ভোরের ম্যাচেই মাঠে নামবে ত্রিনবাগো ও অ্যান্টিগা। ক্যারিবিয়ান ক্রিকেটের ঝলক দেখতে এটি নিঃসন্দেহে দর্শকদের ভোরের ঘুম ভাঙাবে।

ইউএস ওপেন: রাতের প্রধান আকর্ষণ টেনিসের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। বিশ্বের তারকা খেলোয়াড়রা আজ কোর্টে নামবেন দ্বিতীয় রাউন্ডে।

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: ফুটবলভক্তদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট। আজ রাতেই জানা যাবে কোন দল কোন গ্রুপে পড়বে।

দ্য হানড্রেড: নারী ও পুরুষ উভয় বিভাগের ম্যাচ থাকছে রাতে। সাউদার্ন ব্রেভ বনাম ওয়েলশ ফায়ারের দুই লড়াই ক্রিকেটপ্রেমীদের আকর্ষণ করবে।

আজকের সূচি এক নজরে দেখলেই বোঝা যায়—ফুটবল, ক্রিকেট ও টেনিস মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর দিন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ