ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ত্রয়োদশ সংসদ নির্বাচন: যে ৩০ আসনে লড়ছে এনসিপি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১০:১৯:০৩
ত্রয়োদশ সংসদ নির্বাচন: যে ৩০ আসনে লড়ছে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে ১১ দলীয় জোট। ৩০০ আসনের মধ্যে ইতোমধ্যে ২৫৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছে এই রাজনৈতিক মোর্চা। জোটের এই নতুন সমীকরণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী রূপরেখা তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জোটের শরিকদের মধ্যে আসন বণ্টনের বিস্তারিত খতিয়ান উপস্থাপন করা হয়।

কোন দল কত আসন পেল?

সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, জোটের প্রধান অংশীদার হিসেবে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি এবং খেলাফত মজলিস ১০টি আসনে লড়ার সুযোগ পেয়েছে। অন্যান্য শরিকদের মধ্যে এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি এবং বিডিপি ও নেজামে ইসলাম ২টি করে আসনে জোটের হয়ে লড়াই করবে।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং খেলাফত আন্দোলনের জন্য নির্ধারিত আসনের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এনসিপির নির্বাচনী এলাকাগুলো যেখানে নজর থাকবেঘোষিত ৩০টি আসনের মধ্যে ২৭টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এনসিপি যেসব আসনে জোটের প্রতিনিধিত্ব করবে:

উত্তরাঞ্চল: পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪ এবং কুড়িগ্রাম-২। এছাড়া রয়েছে নাটোর-৩ (সিংড়া) ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)।

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা: ঢাকার রাজনীতির ময়দানে বড় ভূমিকা রাখা ৬টি আসনে লড়বে এনসিপি। এর মধ্যে রয়েছে ঢাকা-৮ (মতিঝিল-শাহবাগ-পল্টন), ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ), ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা), ঢাকা-১৮ (উত্তরা-খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার) এবং ঢাকা-২০ (ধামরাই)। পাশাপাশি গাজীপুর-২, নরসিংদী-২, নারায়ণগঞ্জ-৪ ও মুন্সিগঞ্জ-২ আসনেও তারা প্রার্থী দিচ্ছে।

চট্টগ্রাম ও দক্ষিণবঙ্গ: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও), বান্দরবান পার্বত্য জেলা, নোয়াখালী-২ ও ৬, লক্ষ্মীপুর-১, কুমিল্লা-৪, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩। এছাড়া ময়মনসিংহ-১১, টাঙ্গাইল-৩ এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনেও এনসিপির প্রার্থীরা মাঠে থাকবেন।

নির্বাচনী এই সমঝোতা জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, এই সুনির্দিষ্ট আসন বণ্টনের ফলে নির্বাচনী প্রচারণায় শরিক দলগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়বে। বাকি আসনগুলোর বিষয়ে জোটের পক্ষ থেকে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সোহেল/

ট্যাগ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 13th National Parliamentary Election Bangladesh ১৩তম সংসদ নির্বাচন ২০২৬ ১১ দলীয় জোটের আসন সমঝোতা নির্বাচনী আসন বণ্টন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি (NCP) নিউজ জামায়াতে ইসলামী নিউজ ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সংবাদ সম্মেলন বিরোধী জোটের প্রার্থী তালিকা এনসিপি কতটি আসন পেল এনসিপির ৩০ আসনের তালিকা জাতীয় নাগরিক পার্টি প্রার্থী তালিকা এনসিপি কোন কোন আসনে নির্বাচন করবে এনসিপির ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় আসন NCP Candidates 13th Election National Citizen Party Bangladesh News ১১ দলীয় জোটের ১৭৯ আসন জামায়াতের বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন এবি পার্টি ও এলডিপি আসন সমঝোতা খেলাফত মজলিস ১০ আসন জোটের ২৫৩ আসনের তালিকা ইসলামী আন্দোলন ও জাগপা আসন সমঝোতা আপডেট ঢাকার সংসদীয় আসনে এনসিপি প্রার্থী ঢাকা-১৮ এনসিপি আসন ঢাকা-৮ ও ঢাকা-৯ আসন সমঝোতা সাভার ও ধামরাই এনসিপি প্রার্থী নারায়ণগঞ্জ ও গাজীপুর আসনে জোটের প্রার্থী চট্টগ্রাম-৮ এনসিপি নিউজ নোয়াখালী ও কুমিল্লায় জোটের আসন বণ্টন 11 Party Alliance Seat Sharing NCP 30 Seats List Jamaat-e-Islami 179 seats news National Citizen Party (NCP) Election News Dr. Abdullah Mohammad Taher Press Conference BD Election 2026 Seat Distribution Constituency wise candidates for NCP NCP Dhaka candidates list আগামী নির্বাচনে কোন দল কত আসন পেল ১১ দলীয় জোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা কবে দিবে এনসিপি কোন কোন এলাকায় ভোট করবে ১৩তম নির্বাচনে জামায়াত ও এনসিপির আসন বণ্টন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ