ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

Zakaria Islam

Senior Reporter

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের আবেদন শুরু

চাকরির সংবাদ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ০০:৩৫:১৭
বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের আবেদন শুরু

দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত তরুণদের জন্য সুসংবাদ! বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 'অফিসার ক্যাডেট' পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই কোর্সের মাধ্যমে মাত্র সাড়ে ১৬ বছর বয়স থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সুযোগ দেওয়া হচ্ছে।

আবেদনের যোগ্যতা (শিক্ষাগত):

সাধারণ প্রার্থীরা (জাতীয় মাধ্যম): প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর মধ্যে একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকা আবশ্যক।

সাধারণ প্রার্থীরা (ইংরেজি মাধ্যম): 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড অর্জন করতে হবে। বিকল্পভাবে, 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীরা: এক্ষেত্রে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেলেই আবেদন করা যাবে।

২০২৫ সালের এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীরা: যারা ২০২৫ সালে এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশ নিচ্ছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে, তাদের এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ-তে যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেলের ফলাফল প্রকাশ হতে হবে।

শারীরিক মানদণ্ড:

পুরুষ প্রার্থীরা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ৫৪ কেজি হতে হবে।

নারী প্রার্থীরা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ৪৬ কেজি হতে হবে।

বয়স ও অন্যান্য:

আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮-২৩ বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

এই বিশাল সুযোগটি লুফে নিতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে। দেশের সম্মান ও নিরাপত্তায় অবদান রাখার এটি একটি অনন্য সুযোগ।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ