ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

লাভ-ক্ষতির দুই প্রান্তেই ‘জেড’ ক্যাটাগরির একচ্ছত্র আধিপত্য

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১৯:২৫:৫১
লাভ-ক্ষতির দুই প্রান্তেই ‘জেড’ ক্যাটাগরির একচ্ছত্র আধিপত্য

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এক বৈচিত্র্যময় চিত্র ফুটে উঠেছে। সাধারণত রুগ্ন বা দুর্বল হিসেবে পরিচিত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো সোমবার লেনদেনের উভয় প্রান্তেই—অর্থাৎ দরবৃদ্ধি ও দরপতনের শীর্ষ তালিকায় সমানভাবে রাজত্ব করেছে। বাজারের এমন অস্বাভাবিক গতিপ্রকৃতি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম বিস্ময় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উত্থানের অগ্রভাগে দুর্বল কোম্পানিগুলো

দিনের শেষে ডিএসইর শীর্ষ দরবৃদ্ধির তালিকা পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রথম ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির। ব্যবসায়িক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও এদিন জিলবাংলা সুগার, আরএসআরএম স্টিল ও শ্যামপুর সুগারের মতো কোম্পানিগুলো বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল। এছাড়া বিডি ওয়েল্ডিং, ইয়াকিন পলিমার, পিপলস লিজিং, খুলনা প্রিন্টিং এবং মেঘনা পেটের শেয়ার দরেও বড় উল্লম্ফন দেখা গেছে।

একই ধারায় এমারেল্ড অয়েল, আনলিমা ইয়ার্ন ও ফাস ফাইন্যান্সের শেয়ারের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এই ঝোঁকের বিপরীতে ‘এ’ ক্যাটাগরি থেকে রহিম টেক্সটাইল ও রহিমা ফুড এবং ‘বি’ ক্যাটাগরি থেকে দেশ গার্মেন্টস নিজেদের অবস্থান ধরে রেখে দরবৃদ্ধির তালিকায় জায়গা করে নিয়েছে।

পতনের ধাক্কাও সবচেয়ে বেশি ‘জেড’ গ্রুপে

শেয়ারবাজারের মুদ্রার উল্টো পিঠও ছিল একই রকম। পতনের শীর্ষ তালিকায় থাকা ১৪টি কোম্পানির মধ্যে ১১টিই ছিল এই দুর্বল ক্যাটাগরির। বিশেষ করে ফ্যামিলি টেক্স, মেট্রো স্পিনিং, বে-লিজিং এবং বিআইএফসি-র মতো শেয়ারগুলোর দাম কমেছে আশঙ্কাজনকভাবে। এই তালিকায় আরও ছিল আজিজ পাইপস, আইসিবি ইসলামিক ব্যাংক, প্যাসিফিক ডেনিমস এবং সিএনএ টেক্স। এছাড়া পদ্মা লাইফ, ম্যাকসন্স স্পিনিং ও ফনিক্স ফাইন্যান্সের শেয়ারও বড় দরপতনের শিকার হয়েছে।

পাশাপাশি ‘এ’ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সিএপিএমবিডিবিএল, ইবিএলফার্স্ট এবং আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দরও এদিন নিম্নমুখী ছিল।

বিশ্লেষকদের উদ্বেগ ও বিনিয়োগ ঝুঁকি

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোনো শক্তিশালী আর্থিক ভিত্তি ছাড়াই ‘জেড’ ক্যাটাগরির শেয়ারগুলোর এমন তীব্র উত্থান-পতন বাজারের স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ। মূলত ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারের লেনদেনে স্থবিরতা দেখা দিলে বিনিয়োগকারীদের একটি অংশ অধিক মুনাফার আশায় ঝুঁকিপূর্ণ ও কম দামি শেয়ারের দিকে ঝুঁকে পড়ে। একে কেন্দ্র করে বাজারে এক ধরনের ফটকা প্রবণতা ও অস্থিরতা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, সোমবারের বাজারে ‘জেড’ গ্রুপের এই দ্বি-মুখী দাপট শেয়ারবাজারের অস্থিতিশীল পরিস্থিতিরই প্রতিফলন। এমন অনিশ্চিত অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের আবেগতাড়িত না হয়ে অত্যন্ত সতর্কতার সাথে তথ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ