ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সব জল্পনা কল্পনা শেষে পিএসজি থেকে রিয়ালে মুখ খুললেন এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ১৭:৪৬:৪০
সব জল্পনা কল্পনা শেষে পিএসজি থেকে রিয়ালে মুখ খুললেন এমবাপ্পে

পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে, গত মৌসুম থেকেই এমন রব উঠেছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। যদিও এ নিয়ে অতীতে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি এমবাপ্পে। অবশেষে মনের কথা ফাঁস করে দিলেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।

এল ইকুইপ এবং আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘গত গ্রীষ্মে যদি পিএসজি ছাড়তাম তাহলে সেটা কেবল রিয়াল মাদ্রিদের জন্যই। আমি ভেবেছিলাম, এখানে আমার যাত্রা শেষ হয়েছে, আমি নতুন কিছু চাই। লিগ ওয়ানে ছয়-সাত বছর ধরে খেলছি। প্যারিসকে সবকিছু দিয়েছি এবং ভালো করেছি। চলে যাওয়াটাই যৌক্তিত হবে।’

রিয়াল মাদ্রিদের প্রতি নিজের আগ্রহের কথা জানাতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘না যেতে পেরে আমি হতাশ ছিলাম। আপনি যখন চলে যেতে চান, তখন থাকতে বাধ্য করা হলে সুখে থাকা যায় না। অবশ্য সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। দুঃখজনকভাবে জাতীয় দলের সঙ্গে খেলতে গিয়ে চোটে পড়েছিলাম। এরপর আবার ফিরেছি এবং গোল করেছি।’

রিয়াল মাদ্রিদে যেতে চাইলেও পিএসজির প্রতি অকৃতজ্ঞ নন ২২ বছর বয়সী ফুটবলার, ‘এটা পিএসজির প্রতি অকৃতজ্ঞতা হতো। তারা ১৮ বছর বয়সে আমাকে সুযোগ করে দিয়েছে। আমি সব সময় খেলতে চাই। দেখাতে চাই, আমি অসাধারণ খেলোয়াড় এবং কোনো কিছুই আমার ওপর প্রভাব ফেলে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ