ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

আবারও গুজব: এখনো বেঁচে আছেন তোফায়েল আহমেদ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ০৪ ২৩:৫৪:৩২
আবারও গুজব: এখনো বেঁচে আছেন তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর গনমাধ্যমকে তিনি বলেন, “রাত ৮টার দিকে ওনার রক্তচাপ ও পালস হঠাৎ নেমে গিয়েছিল। পরে কিছুটা স্থিতিশীল হলেও সামগ্রিকভাবে অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তবে এখনো জীবিত।”

দিনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি হাসপাতাল থেকে তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী নাকচ করে জানান, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে রয়েছেন এবং কোনো পরিবর্তন হলে পরিবার থেকেই তা জানানো হবে।

এর আগে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভুলবশত তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্যরা বিষয়টিকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেন।

গত ২৭ সেপ্টেম্বর বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন, এবং স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ