ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

আইপিএল থেকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৮ ১১:৩১:০৪
আইপিএল থেকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ধোনি

নতুন করে অবসরের প্রশ্ন উঠতেই ধোঁয়াশা রেখে জবাব দিয়েছেন ধোনি। ক্রিকেট ছাড়ার পর চেন্নাইয়ের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতে ভক্তদের সামনে নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।

ধোনি বলেন, ‘যখন বিদায়ের কথা আসে, আপনি এখনও আমাকে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখছেন এবং এটাও আমার শেষ খেলা হতে পারে। সুতরাং, আপনি এখন পর্যন্ত আমাকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন। আশা করছি, আপনার চেন্নাইয়ের খেলা দেখতে আসবেন এবং সেখানে (ভারত) আমি শেষ ম্যাচটি খেলব। কেননা সেখানে আমি ভক্তদের সামনে থেকে বিদায় নিতে পারব।’

আগামী মৌমুমে আট দলের পরিবর্তে দশটি দল নিয়ে মাঠে গড়াবে আইপিএল। এ ছাড়া আগামি আইপিএলের আগেই মেগা অকশন অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে সেরা ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দলগুলোকে। সে সময় চেন্নাইয়ের স্কোয়াডের পরিস্থিতি বিবেচনায় অবসরের কথা ভাববেন বলে জানিয়েছেন ধোনি।

তিনি বলেন, ‘আপনারা আমাকে পরের বছর চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখতে পাবেন। কিন্তু আমি চেন্নাইয়ের হয়ে খেলব কিনা? তবে একটি কারণে এ নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। কারণে আগামী আইপিএলে আমাদের সঙ্গে আরো দুটি নতুন দল আসতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগামী মৌসুমে ক্রিকেটারদের ধরে রাখার কেমন নিয়ম হবে সেটা আমরা জানি না। আমরা জানি না কতজন বিদেশি, ভারতীয় খেলোয়াড়কে আমরা ধরে রাখতে পারব। তাই অনেক অনিশ্চয়তা রয়েছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

৩০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন!

৩০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন!

শেয়ারবাজারের তালিকাভুক্ত অন্যতম পরিচিত আর্থিক প্রতিষ্ঠান, এনআরবিসি ব্যাংক (NRBC Bank), সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ লেনদেনের সাক্ষী হলো। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক,... বিস্তারিত