ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মরিসকে ধুঁয়ে দিলেন গাভাস্কার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৮ ১৮:৪২:৫৬
মরিসকে ধুঁয়ে দিলেন গাভাস্কার

নিলাম থেকে মরিসকে রেকর্ড ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এবারের আইপিএলে ১১টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সাকুল্যে করেছেন ৬৭ রান, পেয়েছেন ১৫টি উইকেট। সংযুক্ত আরব আমিরাত পর্বে প্রথম উইকেট পান বৃহস্পতিবার কলকাতার বিপক্ষে ম্যাচে।

আইপিএল নিলামে কোনো দিন কোনো ক্রিকেটারের দাম এত বেশি ওঠেনি। মহার্ঘ্য হয়েও মরিসের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। রাজস্থান আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের কড়া সমালোচনা করেছেন গাভাস্কার।

একটি টিভি চ্যানেলে গাভাস্কার বলেন, মরিসের হয়তো মানসিকতায় সমস্যা রয়েছে। হতে পারে ফিটনেসও একটি কারণ। অনেক সময়ই প্রতিভা থাকলেও মানসিকতা ঠিক না থাকায় সাফল্য ধরা দেয় না। একটা দুটো ম্যাচ সফল হলেও ধারাবাহিক ভাবে সফল হওয়া যায় না।

তিনি আরো বলেন, রাজস্থান মরিসকে কেনার পর অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। আমি জানি যে প্রত্যাশা পূরণ করা সব সময় সম্ভব হয় না। কিন্তু মরিস এমন একজন ক্রিকেটার যাকে নিয়ে বার বার প্রত্যাশা তৈরি হয়েছে।

গাভাস্কার যোগ করেন, কোনোবারই মরিস প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুধু আইপিএলই নয়, দক্ষিণ আফ্রিকায় খেলার সময়ও ওকে নিয়ে অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেটাও মেটাতে পারে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ