ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

আইপিএলে বল হাতে আর দেখা যাবে না ভারতের তারকা ক্রিকেটাররাকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৮ ২০:০৮:৪৫
আইপিএলে বল হাতে আর দেখা যাবে না ভারতের তারকা ক্রিকেটাররাকে

হরভজন সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন। আইপিএলের প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলেও দ্বিতীয় রাউন্ডে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার। সাকিব আল হাসান, সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তীর মধ্যে দলে জায়গা পাননি তিনি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে হরভজন বলেন, আমি আর খেলব কি না জানি না। তবে কলকাতার সঙ্গে এই যাত্রাটা খুব উপভোগ করছি।

আইপিএলের এবারের নিলাম থেকে ২ লক্ষ টাকা দিয়ে হরভজনকে কেনে কলকাতা। নতুন জার্সিতে একটিও উইকেট পাননি তিনি। আইপিএলে তার সংগ্রহ ১৫০টি উইকেট। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এসব উইকেট নিয়েছেন এই অফস্পিনার।

খেলা ছাড়লেও আইপিএলে কোনো দলের কোচ অথবা মেন্টর হতে রাজি হরভজন। তিনি বলেন, আমার জীবনে ক্রিকেটই সব। ভারতীয় ক্রিকেটকে যেকোনো ভাবে সাহায্য করতে আমি তৈরি। কোচ অথবা মেন্টর সব রকম ভাবেই কাজ করতে রাজি। যে কোনোভাবে দলকে সাহায্য করতে চাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ