ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

এমবাপ্পের ‘গোল নিয়ে বিতর্ক’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১১ ১২:২০:১৬
এমবাপ্পের ‘গোল নিয়ে বিতর্ক’

অফসাইড পজিশনে দাঁড়িয়ে থাকা এমবাপ্পেকে উদ্দেশ্য করে বল বাড়ান থিও হার্নান্দেজ। কিন্তু বল স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়ার পায়ে লেগে আসায় রেফারি অফসাইডের বাঁশি বাজাননি। সুযোগ পেয়ে ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির তারকা ফরোয়ার্ড।

এরপর গোল বাতিলের জন্য আবেদন করেন স্পেনের খেলোয়াড়রা। রেফারি অ্যান্থনি টেইলর তাদের জানান, গার্সিয়ার পায়ে লাগায় গোলটি বৈধ ছিল। যা মেনে নিতে কষ্ট হচ্ছে রানার্সআপদের। ম্যাচ শেষে আরটিভিইকে বুসকেটস বলেন, ‘এমবাপ্পে অফসাইড ছিল। অথচ রেফারি গার্সিয়ার পায়ে বল লাগার অজুহাত দাঁড় করিয়েছেন। তার মতে, এটা নাকি নতুন পর্ব শুরু করেছিল।’

স্পষ্ট অফসাইড না ধরায় এটাকে বাড়াবাড়ি মনে করছেন বুসকেটস, ‘এর কোনো মানে হয় না। এমবাপ্পে থাকায় গার্সিয়া বল আটকানোর চেষ্টা করতে গিয়েছিল। সে ধরেই নিয়েছিল এমবাপ্পে পাশে আছে। তাই যে কোনো ডিফেন্ডার থাকলে যা করতো গার্সিয়াও সেটাই করেছে।’ যোগ করেন বুসকেটস।

মার্কার রেফারিং বিশেষজ্ঞ আলফোনসো পেরেজ বুরুলও বুসকেটসের সাথে একমত। তিনি রেফারির সিদ্ধান্তটি বুঝতে পারেননি। সেই সাথে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, উয়েফা কেন পরবর্তীতে অফসাইডের লাইন সম্প্রচার করেনি, ‘গার্সিয়ার বলে স্পর্শ করা সত্ত্বেও এমবাপ্পে অফসাইড ছিল। কিন্তু আমার বুঝে আসে না, পরবর্তীতে কেন অফসাইডের লাইন সম্প্রচার করা হল না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ