ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

টপাটপ উইকেট তুলে নিচ্ছে টাইগাররা, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১২ ২৩:০১:৪৪
টপাটপ উইকেট তুলে নিচ্ছে টাইগাররা, দেখেনিন সর্বশেষ স্কোর

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। ২৬ বলের মোকাবেলায় হাঁকান ১টি চার ও ২টি ছক্কা।

এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান অপরাজিত ১৬, লিটন দাস ১৬ ও নুরুল হাসান সোহান ১৫ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমন্থ চামিরা শিকার করেন তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ইতোমধ্যে একটি উইকেট হারিয়েছে। ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫২ রান।

তাসকিন আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার কুশল পেরেরা। পঞ্চম ওভারের প্রথম বলে নাঈম এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাথুম নিসাঙ্কাকে। বিদায়ের আগে ১২ বলে ১৫ রান করেন নিসাঙ্কা।

লঙ্কানদের ব্যাটিং লাইনআপে তৃতীয় আঘাত হানেন সৌম্য সরকার। নিজের প্রথম ওভারেই তিনি শিকার করেছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমালকে। ১৫ বলে ১৩ রান করে আউট হয়েছেন তিনি।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা : কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ