ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এখনও সেমি ফাইনালে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের, দেখেনিন কঠিন সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০২ ১৪:১৩:০৫
এখনও সেমি ফাইনালে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের, দেখেনিন কঠিন সমীকরণ

এর আগে পয়েন্ট টেবিলে গ্রুপ-১–এর বর্তমান অবস্থা দেখে নেওয়া যাক: দল ম্যাচ সংখ্যা পয়েন্ট নেট রান রেট ইংল্যান্ড ৪ ৮ ৩.১৮৩ দ.আফ্রিকা ৩ ৪ ০.২১০ অস্ট্রেলিয়া ৩ ৪ -০.৬২৭ শ্রীলঙ্কা ৪ ২ -০.৫৯০ ও.ইন্ডিজ ৩ ২ -১.৫৯৮ বাংলাদেশ ৩ ০ -১.০৬৯

সব হিসেবের আগে বাংলাদেশকে তাদের পরবর্তী দুটো ম্যাচেই বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। কেননা রান রেটে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে হবে লাল-সবুজের দেশকে।

এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যদি পরবর্তীতে কোনও ম্যাচ না জিতে তাহলেই কেবল সেমির স্বপ্ন দেখা সম্ভব বাংলাদেশের। এই দুটি দলই দুটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে।

সুতরাং দুটো দলের কেউ ছয় পয়েন্ট পেলে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন ধূলিসাৎ হবে। এছাড়াও আরেকটি বিষয়ের ওপরে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া বা না যাওয়া নির্ভর করবে।

আসরে শ্রীলঙ্কার বাকি দুই ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বাকি তিন ম্যাচ। এই দুটো দল যেন কোনও ভাবে ছয় পয়েন্ট না পায় সেদিকেও নজর রাখতে হবে রাসেল ডমিঙ্গোর দলকে।

সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতলে এবং শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে শ্রীলঙ্কা অল্প ব্যবধানে জিতলে সেমিফাইনাল স্বপ্ন জিইয়ে থাকবে বাংলাদেশের।

কার্যত ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে ইংল্যান্ড জিতে যাওয়ায় সব দলের সামনেই সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার জন্য তা কিছুটা সহজ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশের জন্য তা অনেক কঠিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ