ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আমরা চ্যাম্পিয়নশিপ উপহার দেবো: জামাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ২০:১৯:২৮
আমরা চ্যাম্পিয়নশিপ উপহার দেবো: জামাল

বাফুফে সভাপতি মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কিছু সময় কথাও বলেছেন। জামালদের সঙ্গে কী কথা বাফুফে সভাপতির?

কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমি ওদের খুব সিম্পল কথা বলেছি। মাঠে গিয়ে অধিনায়ককে ডাক দিয়ে বললাম- জামাল এদিকে আসো। তারপর সবার সামনেই তাকে বললাম, আমি কি শ্রীলংকা যাবো? নাকি যাবো না? কারণ তোমাদের অনুমতি তো লাগবে। ওরা আমাকে বলেছে, আমরা আপনাকে চ্যাম্পিয়নশিপ উপহার দেবো। আমি বলেছি, যদি চ্যাম্পিয়নশিপ দেয়ার প্রতিশ্রতি দাও, তাহলে আমি ফাইনালে যাবো। না হলে যাবো না।’

বাফুফে সভাপতি এই টুর্নামেন্টের জন্য মারিও লেমোসকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এখন অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে চালাচ্ছি। কারণ, এই কোভিডের সময় আমি কোনো ভালো কোচ পাবো না। আমরা যোগাযোগ করেছিলাম।

ওদের আসতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে এবং খেলা দেখতে হবে। আমি যত নামকরা কোচই আনি না কেন, তারতো প্লেয়ার চিনবে না, খেলাও দেখেনি। এ জন্য আগেরবার দায়িত্ব দিয়েছিলাম অস্কারকে এবং এবার দিয়েছি লেমোসকে। কিন্তু এটা তো আমাদের ভবিষ্যত না। এরপর থেকে আমরা প্রপার কোচিং স্টাফ নিযোগ দিয়ে দল পরিচালনা করবো। তখন আমাদের হাতে সময় থাকবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ