ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একজন ব্যাটসম্যানকে দলে সুযোগ দেওয়ার কথা জানালেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ২০:০৭:৪৪
টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একজন ব্যাটসম্যানকে দলে সুযোগ দেওয়ার কথা জানালেন আশরাফুল

দলের যখন এমন বেহাল দশা তখন সাবেক ক্রিকেটার কিংবা বিশ্লেষকদের মধ্যে চলছে এর ময়নাতদন্ত। জটিল হিসেবের সমীকরণ মেলাতে অবশ্য বিসিবির পক্ষ থেকেও নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ডাকা হয়েছে দলে। সেই সাথে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন নিয়োগ দেয়া হয়েছে ইতোমধ্যেই। সেই সাথে সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয়াও রয়েছে চূড়ান্ত পর্যায়ে।

এদিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ দলে যখন পরিবর্তনের সুর তখন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন টি-টোয়েন্টি দলে আবারও যেন ফিরিয়ে আনা হয় টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। তার মতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাওয়া মুমিনুলের অভিজ্ঞতাও কাজে লাগাতে পারবে দল।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় আশরাফুল বলেন, ‘’আমার কাছে মনে হয় আমরা মমিনুল হককে একদমই ভুলে গিয়েছি। বিশেষ করে সাদা বলে। আমরা যদি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টই দেখি সেখানে টপ ৫ রান সংগ্রহ করে তালিকায় রয়েছেন মমিনুল হক। বিপিএল সহ সকল ঘরোয়া ক্রিকেট লীগে সে পারফরম্যান্স করছে।‘’

উল্লেখ্য, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে ব্যাট হাতে মুমিনুল হক ১৫ ইনিংসে করেছিলেন ৩৮৫ রান। ১১৭.৭৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করে যাওয়া মুমিনুলের গড় ছিল ৩৪। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন লিটল মাস্টার খ্যাত এই ব্যাটসম্যান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ