ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তানে যেতে রাজি নয় যে কয়জন ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ২১:৫৮:০৫
পাকিস্তানে যেতে রাজি নয় যে কয়জন ক্রিকেটার

কিছুদিন আগেই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়েও ম্যাচ না খেলে ফেরত আসে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ডও। তাই অনেকেরই ধারণা ছিল নিকট ভবিষ্যতে আর কোনো দল পাকিস্তান সফরে যাবে না।পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখছে সিএ। সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটারও বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।

পেইন বলেন, ‘দলের কয়েকজন সদস্য বোর্ডের পরামর্শে খুশি হয়েছে এবং বাকিরা আরও বিস্তারিত জানতে চায়। সত্যি বলতে, দলের কয়েকজন সদস্য সফরে যেতে স্বাছন্দ্য বোধ করছে না।’

২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিলেন পেইন। সেই সফরে পাকিস্তান কড়া নিরাপত্তা দিয়েছিল তাদের। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সেবার মুগ্ধ হয়েছিলেন অজি অধিনায়ক।

সেবারের পাকিস্তান সফর প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘সেই সফরে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তা আমি আর কখনো দেখিনি। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, আমাদের চারপাশে পাঁচ কিলোমিটারের মতো রাস্তা বন্ধ ছিল, প্রতি কিলোমিটারে চেকপোস্ট ছিল এটা সত্যিই অসাধারণ ছিল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ