ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

লঙ্কান প্রিমিয়ার লিগ ২০২১ : এক নজরে দেখেনিন ৬ দলের চুড়ান্ত স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১০ ১০:১৪:০৫
লঙ্কান প্রিমিয়ার লিগ ২০২১ : এক নজরে দেখেনিন ৬ দলের চুড়ান্ত স্কোয়াড

দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল৷ চলুন দেখে নেই দলগুলোর চূড়ান্ত স্কোয়াড।

ক্যান্ডি ওয়ারিয়র্স : রভম্যান পাওয়েল,নাজমুল ইসলাম অপু,মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান রানা, চারিথ আসালঙ্কা,লাহিরু কুমারা, আসেলা গুনারত্নে, ক্যামেরন ডেলপোর্ট, অ্যাঞ্জেলো পেরেরা, মালিন্দা সিরিবর্ধনে, আমজাদ খান, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিসারা, আয়ানা সিরিবর্ধনে, নিমেশ ভুমুক্তি, উদারা জয়াসুন্দারা, সাসিকা দিলশান, কালহারা সেনারত্নে, ইশান জয়ারত্নে।

কলম্বো স্টার্স : ক্রিস গেইল (আইকন),তাসকিন আহমেদ,আল আমিন হোসেন, দুশমন্থ চামিরা,দিলশান মুনাবিরা,আহমেদ শেহজাদ, মোহাম্মদ ইরফান, পাথুম নিশানকা, লাকশান সান্দাকান, সেক্কুগে প্রসন্ন, মানপ্রীত সিং, জিহান রুপসিংহে, লাহিরু গ্যামেজ, টি এম সম্পদ, নুয়ানিন্দু ফার্নান্দো, জিহান ড্যানিয়েল, মালিন্দা মাদুরঙ্গা, হাশান দুমিন্দু, কানাগারথনম কপিলরাজ,নলিন প্রিয়দর্শনা।

জাফনা কিংস : ওয়ানিন্দু হাসারাঙ্গা,থিসারা পেরেরা,ফাফ ডু প্লেসি,শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্দো, মাহিশ থিকশানা, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, চতুরাঙ্গা ডি সিলভা, উপুল থারাঙ্গা, জেডেন সিলস, সুরাঙ্গা লাকমাল, আসেন বান্দারা, চামিকা গুনাসেকারা, বিজয়কান্ত বিশ্বকান্ত, থিভেন্দিরাম দিনোশান, রথনারাজা থিনুরাথান, আসান রান্দিকা এবং কৃষাণ সঞ্জুলা।

ডাম্বুলা জায়ান্টস : নিরোশান ডিকওয়েলা, ইমরান তাহির, চামিকা করুনারত্নে, দাসুন শানাকা, জশুয়া লিটল, রমেশ মেন্ডিস, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, নুয়ান প্রদীপ, ওডিয়ান স্মিথ, নাজিবুল্লাহ জাদরান, থারিন্দু রত্নায়েক, লাহিরু উদারা, সাচা সেনাভিরন্তে,সাচিত জয়াথিলাকা, মুদিথা লাকশান, কালানা পেরেরা, মাদুশান রবিচন্দ্র কর্মকার,চামিকারা এডিরাসিংহে, জেনিথ লিয়াঙ্গে ।

গল গ্লাডিয়েটর্স : মোহাম্মদ হাফিজ (আইকন), ইসুরু উদানা, ভানুকা রাজাপাকশে, কুশল মেন্ডিস, দানুস্কা ‍গুনাথিলাকা, সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির, তাবরাইজ শামসি, ধনাঞ্জয়া লাকশান, সামিত প্যাটেল, পুলিনা থারাঙ্গা, আনোয়ার আলি, নুয়ান থুসারা, লাহিরু মাদুশঙ্কা, দিলশান মাদুশঙ্কা, আসিয়ান ড্যানিয়েল, কেভিন কোত্থিগোদা, মোহাম্মদ সামাজ, সুমিন্দা লাকশান এবং অ্যাঞ্জেলো জয়সিংহে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ