ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার টস, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১০ ১৯:৫০:৩৮
এইমাত্র শেষ হলো নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার টস, দেখেনিন একাদশ

আজ নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে ইংল্যান্ড। টি-২০ ফরম্যাটে কিউইদের বিপক্ষে ২১ লড়াইয়ে ১২ ম্যাচেই জিতেছে ইংল্যান্ড। এছাড়া ৭ বার জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়।

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পাঁচবার দেখা হয়েছে। এখানে তিনবার জিতেছে ইংলিশরা, দুইবার জয়ের হাসি হেসেছে কিউইরা।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৫ রানে জিতেছিল নিউজিল্যান্ড। ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপে আবারো গ্রুপ পর্বে লড়াই করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচে শেষ ওভারে ৩ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা।

বিশ্বকাপের মঞ্চে প্রথম দুই লড়াই হাড্ডাহাড্ডি হলেও, ২০১২ সালে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সহজেই জিতে যায় ইংল্যান্ড। ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো ইংলিশরা।

২০১৪ সালে বাংলাদেশের হওয়া বিশ্বকাপে আবারো গ্রুপ পর্বে দেখা হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। বৃষ্টি আইনে সেই লড়াই ৯ রানে জিতেছিলো কিউইরা।

আর সর্বশেষ ২০১৬ সালের সেমিফাইনালে দেখা হয়েছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ৭ উইকেটের সহজ জয়ে দ্বিতীয়বারের মত ফাইনাল খেলে ইংলিশরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ