ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ব্রাজিল বনাম আর্জেন্টিনা: রেফারিং নিয়ে রেগে আগুন ব্রাজিল কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৭ ১০:৪৮:৩৬
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: রেফারিং নিয়ে রেগে আগুন ব্রাজিল কোচ

দুই দল মিলে রেফারিকে ফাউলে বাঁশি বাজাতে বাধ্য করেছে মোট ৪২ বার, হলুদ কার্ড দেখানো হয়েছে সাতবার। তবু রেফারিং নিয়ে সন্তুষ্ট নন ব্রাজিল কোচ তিতে।

ম্যাচ শেষে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ভূমিকা নিয়ে রেগে আগুন ব্রাজিলের কোচ। ভিএআরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিতের আপত্তির জায়গা হলো রাফিনহাকে মারা ওটামেন্ডির কনুইয়ের গুঁতো। যা কি না ফাউল ধরা হয়নি।

তিতে বলেছেন, ‘আন্দ্রেস কুনহা অসাধারণ একজন রেফারি। তার টেকনিক্যাল কোয়ালিটি ও দৃষ্টিভঙ্গি খুবই ভালো। কিন্তু রেফারিং সবসময় দলীয় একটা প্রচেষ্টার ওপর দাঁড়ায়।’

তিনি আরও যোগ করেন, ‘ভিডিও এসিস্ট্যান্ট রেফারির জন্য এটা অসম্ভব ছিল, আমি আবারও বলছি এটা অসম্ভব ছিল ওটামেন্ডির দেওয়া কনুইয়ের গুঁতোটা না দেখা।’

ব্রাজিল কোচের শেষ কথা, ‘এটিই কি ম্যাচের ফল নির্ধারক ছিল? আমি জানি না। ম্যাচটা কি দুই দলের জন্য দারুণ ছিল? হ্যাঁ ছিল। কিন্তু ভিএআর রেফারি এভাবে কাজ করতে পারে না। এটা মেনে নেওয়ার মতো নয়, অকল্পনীয়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ