ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

যে ভাবে ও যেখান থেকে পাওয়া যাবে বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজের টিকিট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৭ ১২:২০:২০
যে ভাবে ও যেখান থেকে পাওয়া যাবে বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজের টিকিট

এ খবর শোনার পর থেকে প্রতিটি আগ্রহী দর্শকের কৌতূহলী প্রশ্ন, কবে কখন কোথায় বা কীভাবে টিকিট পাওয়া যাবে? কেউ কেউ ভেবেছিলেন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বুথেই হয়তো টিকিট পাওয়া যাবে। আসলে তা নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাগো নিউজের সাথে আলাপে জানিয়েছেন, ‘মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু। টিকিট বাকি থাকলে ম্যাচের দিনও সেখানে পাওয়া যাবে।’

এর বাইরে বিকল্প ব্যবস্থার কথা জানিয়ে বিসিবি সিইও আরও বলেন, ‘তবে প্রথম দিন সব টিকিট বিক্রি না হলে মিরপুর ইনডোরের পাশাপাশি শেরে বাংলার বাইরে বিকল্প ব্যবস্থায়ও টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘চেষ্টা করা হবে যারা এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার।’

এর বাইরে শিশুদের মাঠে যাবার বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে ১২ বছরের নিচে টিকা দেওয়া হয়নি, তাই অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোন নিষেধাজ্ঞা থাকবে না। অর্থাৎ ১২ বছরের নিচের শিশুরা মাঠে আসতে পারবে খেলা দেখতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ