ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মিরপুরের সব উইকেট নিম্নমানের, তারপরও গামিনিকে বাদ না দেয়ার গোপন তথ্য ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৪ ১৫:২৬:২৮
মিরপুরের সব উইকেট নিম্নমানের, তারপরও গামিনিকে বাদ না দেয়ার গোপন তথ্য ফাঁস

সাম্প্রতিক বিপিএলে ৮ ইনিংসের পাঁচটিই দেড়শ এর নিচে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে ২০০ রানের স্কোর নিরাপদ নয় মিরপুরের উইকেটে কোনভাবে দেড়শ করতে পারলেই ম্যাচ জেতার নিশ্চয়তা। শেরেবাংলায় গোটা দশেক উইকেট থাকার পরও সব উইকেট এর চরিত্র অভিন্ন অর্থাৎ সবগুলো উইকেটে স্লো এবং লো স্কোরিং।

টি-টোয়েন্টি কিংবা কোন ফরম্যাটের ক্রিকেটের জন্যই আদর্শ নয় এ উইকেট গুলো। তবে এ ধরনের উইকেট বানানোর পর ও দিনের-পর-দিন কোনো জবাবদিহিতা ছাড়া কাজ করে যাচ্ছে কিউরেটর গামিনি ডি সিলভা। বোর্ড পরিচালক পরিবর্তন হয়েছে কত কোচ এসেছে গিয়েছেন ডাইরেক্টর চেঞ্জ হয়েছেন কিন্তু গামিনি ডি সিলভা নিজের জায়গাতেই রয়েছে।

এখন প্রশ্ন হলো গামিনির শক্তির উৎস কি? দিনের পর দিন এ ধরনের বাজে উইকেট বানানোর পড়ো তার চাকরীচ্যুত হওয়া তো দূরের কথা কখনো জবাবদিহিতাও কি চাওয়া হয়েছে?সম্প্রতি সময় কিউরেটর গামিনি ডি সিলভা কে নিয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে।

বিসিবির এক বোর্ড পরিচালকের সাথে তার সখ্যতাঈ তার শক্তির মূল উৎস। এ তথ্য ও পাওয়া গিয়েছে যে গামিনি স্ত্রী কর্মরত রয়েছেন ওই বোর্ড কর্তার প্রতিষ্ঠানে। শুধু তাই নয় ধারাবাহিকভাবে গামিনীড় ব্যর্থ হওয়ার পরও বিসিবি নিশ্চুপ জবাবদিহিতা চাওয়া তো দূরের কথা বেতন বেড়েছে দফায় দফায়। তাহলে কি শুধু নির্দিষ্ট একজন বোর্ড কর্তারা আশীর্বাদেই আস্তে আস্তে মিরপুরের উইকেট কে প্রায় মৃত বানিয়ে ফেলবে গামিনি এবং তার কাছে কোনো জবাবদিহিতা ও চাওয়া হবে না।

উইকেট নিয়ে ক্রিকেটারদের একাধিকবার অভিযোগ করতে শোনা গেলেও এর পক্ষে কথা বলার কেউ নেই উল্টো দোষ ক্রিকেটার দের দেওয়া হয়। এবং গামিনী এর পক্ষে অদ্ভুত যুক্তি দিয়ে থাকে বিসিবি। এখন প্রশ্ন হলো আদ্য কি গামিনি অন্যধরনের উইকেট বানাতে জানে?

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ