ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ফুটবলাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১০ ১৩:৫৪:০৪
ব্রেকিং নিউজ: খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ফুটবলাররা

গেল বছর সর্বপ্রথম হার্ট অ্যাটাকে মারা যান 23 বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার পারিন চাচিজ। তার একদিন পর ওমানে ম্যাচে নামার আগে না গরমের সময় মাঠে পড়ে যান ফুটবলার মুখালেদ আল রাকাদী। পড়ে আর বাঁচানো সম্ভব হয়নি এ ফুটবলারকে। এরপর মিশরের তৃতীয় বিভাগ দলের গোলকিপার আহ্মেদ আমিন দলের অনুশীলনের অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গিয়ে ও বাঁচানো যায়নি তাকে।

তার দুই দিন পর আসে ৩০ বছর বয়সী আলজেরিয়ান ফুটবলার সুফিয়ানের মৃত্যুসংবাদ। চলতি বছরের জানুয়ারিতে সে তালিকায় যোগ হয় আলফি নানের নাম। একসময় খেলতেন ইংল্যান্ডের অপেশাদার আধাপেশাদার লিগগুলোতে। ক্যান্টারবুরি সিটি,ক্রয়ডট ফিশার বেকেনহাম টাওয়ারের মতো ক্লাবেও খেলেছেন এই ফুটবলার। সর্বশেষ গ্রিসের তৃতীয় বিভাগ দল আলেক্সান্দ্রোস লামপিস না ফেরার দেশে পাড়ি জমান.

এরগিয়নীতার বিপক্ষে ম্যাচের ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন লামপিস। হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি প্রতিভাবান এই মিডফিল্ডার কে। এর আগে ইউরোতে খেলা চলাকালীন হার্ট অ্যাটাকের শিকার হন ডেমিস ফুটবলার এরিকসন । পরে যথাসময়ে চিকিৎসার কারণে সে যাত্রায় বেঁচে ফেরেন এই ফুটবলার। আর একি সমস্যার কারণে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো অবসর নেন ফুটবল থেকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ