ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

৪ ওভারে মাত্র ৭ রান দিলেন রুমানা, শেষ হলো তাদের ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৬ ১৬:৫৮:৩৪
৪ ওভারে মাত্র ৭ রান দিলেন রুমানা, শেষ হলো তাদের ম্যাচ, দেখেনিন ফলাফল

রুমানার এমন কিপটে বোলিংয়ের ম্যাচে স্পিরিট ওমেনের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে তার দল বার্মি আর্মি ওমেন। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করেছিল বার্মি আর্মি। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৭৫ রানের বেশি করতে পারেনি স্পিরিট। বার্মি আর্মি পেয়েছে ৫০ রানের জয়।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বার্মি আর্মির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা লরা উলভার্ট। তার ৩৩ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। এছাড়া হিদার নাইট ২৫ বলে ৩৬ ও শেমেইন ক্যাম্পবেল খেলেন ১৭ বলে ২৬ রানের অপরাজিত ক্যামিও ইনিংস।

স্পিরিটের পক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নেন নারী ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার সোফি একলেস্টোন। এছাড়া সোফিয়া ডাংকলে ও নিকোলা ক্যারের শিকার একটি করে উইকেট।

পরে রান তাড়া করতে নেমে স্পিরিটের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। থাইল্যান্ডের ওপেনার নাত্তাকান চান্থাম ছাড়া আর কেউ দুই অঙ্কেও যেতে পারেননি। আহত অবসর হয়ে মাঠ ছাড়ার আগে ২৯ বলে ২১ রান করেছেন চান্থাম।

স্পিরিট মোট ৯ উইকেট হারালেও বার্মি আর্মির বোলাররা পেয়েছে শুধু ৫টি। কারণ চারটি হয়েছে রানআউট। তারা নরিস নিয়েছেন ২ উইকেট। এছাড়া রুমানা আহমেদ, হিদার নাইট ও রুয়ান্ডার পেসার হেনরিয়েট ইশিমুই নিয়েছেন ১টি করে উইকেট।

রুমানা আহমেদ ছাড়াও ফেয়ারব্রেক লিগে খেলছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার জাহানারা আলম। তার দল ফ্যালকন ওমেন। আজ (শুক্রবার) টুর্নামেন্টের তৃতীয় দিন মুখোমুখি হবে জাহানারার ফ্যালকন ও রুমানার বার্মি আর্মি। দুই দলই জিতেছে নিজেদের প্রথম ম্যাচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ