ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বন্ধ হতে চলেছে আজকের চেন্নাই ও দিল্লির মধ্যকার ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৮ ১৪:১৫:৫৭
বন্ধ হতে চলেছে আজকের চেন্নাই ও দিল্লির মধ্যকার ম্যাচ

আইপিএলের করোনা প্রটোকল অনুযায়ী, সেই নেট বোলারের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর আজ (রোববার) সকালে পুনরায় পিসিআর টেস্ট করানো হয়েছে দিল্লি ক্যাপিট্যালসের খেলোয়াড়, কোচিং স্টাফদের। আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে নিজ নিজ রুমে অবস্থান করতে বলেছে।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ রাতেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে দিল্লি ও চেন্নাইয়ের। এই ম্যাচের আগে করোনার হানায় ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।

ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার অনুশীলনের সময় দিল্লির খেলোয়াড়দের কাছাকাছি সংস্পর্শেই ছিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। তবু চেন্নাইয়ের খেলোয়াড়-স্টাফদের নতুন করে করোনা পরীক্ষা করাতে বলা হয়নি। তারা স্বাভাবিকভাবেই অপেক্ষায় আছেন রাতের ম্যাচের জন্য।

অবশ্য করোনার হানার পরেও ম্যাচটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। কারণ এর আগেও দিল্লির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। তখন বেশ কয়েক রাউন্ড পিসিআর টেস্টের পর মাঠে নামতে দেওয়া হয় দিল্লিকে।

তবে ভ্রমণজনিত জটিলতা এড়াতে দিল্লির দুইটি ম্যাচের ভেন্যু পুনে থেকে মুম্বাইয়ে সরিয়ে নেওয়া হয়। এবার দিল্লির ম্যাচ হবে মুম্বাইয়েই, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তাই ভ্রমণজনিত জটিলতার সম্ভাবনা কম। যে কারণে পূর্ব নির্ধারিত সময়েই হতে পারে ম্যাচটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ