ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৮ ১৫:২০:২০
ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

চরম অর্থাভাবে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। পর্যটনে সমৃদ্ধ দেশটির একজন মানুষ পাওয়া কঠিন, আর্থিক অসঙ্গতি যার জীবনে প্রভাব ফেলেনি। এমন পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডও পড়েছে সংকটে। সংকটময় মুহূর্তে লঙ্কানরা বাংলাদেশ সফরে আসবে কি না এ নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল।

তবে অস্থিতিশীলতার প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে পড়তে দেয়নি দ্বীপদেশটি। নির্ধারিত দিনেই লঙ্কানরা এসেছে বাংলাদেশে। অবশ্য যাত্রার দিনেও খানিক বিলম্ব ফুটিয়ে তুলেছিল দুশ্চিন্তার ভাঁজ। সোয়া এগারোটার দিকে পৌঁছানোর কথা থাকলেও লঙ্কানদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রবিবার (৮ মে) বাংলাদেশ সময় দুপুর সোয়া বারোটায়।

এদিকে বাংলাদেশ দল আজ চট্টগ্রামে উড়াল দিলেও লঙ্কানরা কিছু দিন থাকবে ঢাকায়। চট্টগ্রামে যাওয়ার আগে সাভারের বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে ১০ ও ১১ মে।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ