ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি ও ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে যা বললেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৮ ১৬:৫৭:০২
কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি ও ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে যা বললেন পাপন

এই জায়গায় উন্নতির সুযোগ দেখছেন বিসিবির সভাপতি। সবর্শেষ নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ব্যাটিং ভরাডুবিতে ইনিংস ও ১১৭ রানে হারতে হয়েছিল মুমিনুল হকের দলকে।

এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম টেস্টে চারদিন পর্যন্ত দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। পরের টেস্টে শুরু থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। এই দুটি সিরিজকেই বিসিবির সভাপতির সামনে উদাহরণ হিসেবে টেনেছেন এই দুই কোচ।

এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'অনেক আলাপ আলোচনা হয়েছে একটা জিনিস কোচিং স্টাফদের কাছ থেকে মনে হলো যে, ওরা আমাকে উদাহরণ দিচ্ছিলো বেশ ৪-৫ টা টেস্ট ম্যাচের। এমনকি পাকিস্তানের সঙ্গে খেললাম প্রথম টেস্টটা মোটামুটি প্রতিদ্বন্দিতা করতে পারি। দ্বিতীয় টেস্টে গিয়ে একেবারে ধরাশয়ী। বাইরের খেলারগুলোর কথা বললো। এমনকি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমন আরও কয়েকটা খেলার কথা নিয়ে আসলো।'

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশের কোচিং স্টাফদের সবাই ছিলেন ছুটি। শনিবার ঢাকায় এসেছেন ডমিঙ্গো, সিডন্স ও পেস বোলিং কোচ ডোনাল্ড। সবাই চট্টগ্রামে যাওয়ার আগে তাই তাদের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন বিসিবির সভাপতি। পাপন জানিয়েছেন, মাইন্ডসেটে পিছিয়ে থাকার কারণ খুঁজবেন তারা।

বিসিবির সভাপতি বলেছেন, 'প্রথম টেস্টটা আমরা মোটামুটি ভালোই খেলিনি কিন্তু দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা একেবারেই পারছি না। এটার পেছনে কি কি কারণ থাকতে পারে সেটা ওরাও বুঝতে পারছে না তাড়াতাড়ি। তবে একটা জিনিস ওরা মনে করে আসলে ১০ দিন খেলার মাইন্ডসেটটাই নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মাইন্ডসেটটা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ