ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন ম্যাথুস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৮ ১৭:৩০:৩৬
ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন ম্যাথুস

চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারায় বাংলাদেশ। যদিও দ্বিতীয় টেস্টে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। কিউইদের বিপক্ষে সিরিজ ড্র করলেও দক্ষিণ আফ্রিকায় ধরাশয়ী বাংলাদেশ।

দুই স্পিনার সাইমন হার্মার এবং কেশভ মহারাজের স্পিন ঘূর্ণিতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। দুই টেস্টের চার ইনিংসের দুটিতে ৫৩ ও ৮০ রানে অল আউট হয়েছিল মুমিনুলের দল। প্রোটিয়াদের বিপক্ষে এমন পারফরম্যান্সের পরও বাংলাদেশকে শক্ত দল মানছেন ম্যাথুস।

এ প্রসঙ্গে ম্যাথুস বলেন, ‘বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হালকাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন। বাংলাদেশকে হারাতে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম কর‍তে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করবো।’

বিদেশের মাটিতে বাংলাদেশ সেভাবে ভালো করতে না পারলেও ঘরের মাঠে বরাবরই ভালো দল বাংলাদেশ। এখানে টাইগারদের হারাতে পরিকল্পনার সেরাটা খেলতে হবে বলে মনে করেন ম্যাথুস।

তিনি বলেন, ‘বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় বড় দলকেও হারিয়েছে। সুতরাং ওখানে ভালো করতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ