ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

স্বেচ্ছায় না সরলে সিনিয়রদের নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড জানিয়ে দিলেন বিসিবি বস পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৮ ১৯:১৫:৩২
স্বেচ্ছায় না সরলে সিনিয়রদের নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড জানিয়ে দিলেন বিসিবি বস পাপন

সীমিত ওভারের ক্রিকেটে মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়েও হতাশা রয়েছে। এমন অবস্থায় কেউ যদি নিজে থেকে সরে না যায় তবে বোর্ড হস্তক্ষেপ করবে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির চাওয়া সিনিয়র ক্রিকেটাররা নিজেদের পছন্দের সংস্করণে মনোনিবেশ করুক। দুই কোচ রাসেল ডমিঙ্গো ও জেমি সিডন্সের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন পাপন।

তিনি বলেন, ‘আমাদের এই প্লেয়ারগুলোকে আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নেক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

বিষয়টি খোলাসা করে বিসিবির সভাপতি বলেছেন, 'ক্রিকেটে একটা বিরাট পরিবর্তন আসছে। টি-টোয়েন্টিতে যদি আপনার মনোযোগ থাকে তাহলে আপনার অন্য একটা ফরম্যাটে মনোযোগ বা পারফরম্যান্স খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না। অনেক ভালো টেস্ট প্লেয়ার দেখবেন যারা টি-টোয়েন্টিতে মনোনিবেশ করছে টেস্টে তাদের পারফরম্যান্স হয়নি এবং তারা আস্তে আস্তে সরে আসছে। এটা খুবই ন্যাচারাল।’

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অনিশ্চয়তা থাকে সাকিব আল হাসানকে নিয়ে। প্রতিটি সিরিজের আগেই আলোচনার বিষয় হয়ে ওঠে এই সিরিজে সাকিব খেলবেন কিনা। যদিও তিন ফরম্যাটেই তাকে পেতে মুখিয়ে থাকেন কোচ অধিনায়করা। সাকিবকে নিয়ে তাই ধোঁয়াশায় আছে বিসিবিও।

সাকিব প্রসঙ্গে পাপন বলেন, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা-ভাবনা জানা যাবে, ও কি চিন্তা-ভাবনা করছে, আমরা জানতে পারবো। সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে, কোনটা খেলবে না।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ