ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইপিএল পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল চেন্নাই, প্লে-অপের আশা ফিকে হয়ে গেল দিল্লি ও কলকাতার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৯ ০৯:২৮:০৫
আইপিএল পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল চেন্নাই, প্লে-অপের আশা ফিকে হয়ে গেল দিল্লি ও কলকাতার

অন্যদিকে, দিনের অপর লিগ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথম চারে নিজেদের জায়গা মজবুত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ও হায়দরাবাদ বড় ব্যবধানে হারলেও আপাতত পয়েন্ট টেবিলে তাদের অবস্থান বদল হয়নি। দিল্লি যথারীতি ৫ নম্বরে রয়েছে। ছয় নম্বরে অবস্থান করছে হায়দরাবাদ। সাতে রয়েছে পঞ্জাব কিংস।

আগের মতোই লিগ টেবিলের এক নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটানস। তিন নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যাস। আরসিবি রয়েছে চার নম্বরে।

চেন্নাই লিগ টেবিলে লাফ দেওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে নেমে যেতে হয় নয় নম্বরে। তাদের পিছনে রয়েছে কেবল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মারা যথারীতি লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে অবস্থান করছেন।

ক্রমিক নংদলম্যাচজয়হারপয়েন্টনেট রান-রেট
লখনউ সুপার জায়ান্টস ১১ ১৬ +০.৭০৩
গুজরাট টাইটানস ১১ ১৬ +০.১২০
রাজস্থান রয়্যালস ১১ ১৪ +০.৩২৬
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ ১৪ -০.১১৫
দিল্লি ক্যাপিটালস ১১ ১০ +০.১৫০
সানরাইজার্স হায়দরাবাদ ১১ ১০ -০.০৩১
পঞ্জাব কিংস ১১ ১০ -০.২৩১
চেন্নাই সুপার কিংস ১১ +০.০২৮
কলকাতা নাইট রাইডার্স ১১ -০.৩০৪
১০ মুম্বই ইন্ডিয়ান্স ১০ -০.৭২৫

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ