ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১০ ১৪:৪০:৫৭
বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। শুরু থেকেই লঙ্কান দুই ব্যাটারকে চাপে রাখেন বিসিবি একাদশের দুই পেসার আবু জায়েদ রাহি ও মুকিদুল ইসলাম ‍মুগ্ধ। তাতে উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বিসিবি একাদশকে। ইনিংসের ষষ্ঠ ওভারে স্বাগতিকদের প্রথম উইকেট এনে দেন মুগ্ধ।

ডানহাতি এই পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়কে ক্যাচ দেন করুনারত্নে। ১৮ বলে মাত্র ২ রান করেছেন লঙ্কান অধিনায়ক। এর একটু পরই অবশ্য হানা দেয় বৃষ্টি। তাতে বেরসিক বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।

এরপর বিকেএসপিতে তিন দফায় বৃষ্টি হয়েছে। খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ২ টা ২৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৮.৩ ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা।

যেখানে ১ উইকেট হারিয়ে ১৪ রান তোলে সফরকারীরা। ৭ রানে ফার্নান্দো এবং ৫ রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। বিসিবি একাদশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মুগ্ধ। এদিন বিসিবি একাদশের হয়ে বোলিং করেছেন রাহি, মুগ্ধ এবং মোহাম্মদ এনামুল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা- ১৪/১ (৮.৩ ওভার) (ফার্নান্দো ৭*, মেন্ডিস ৫*, করুনারত্নে ২)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ