ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আবারও উইকেট তুলে নিল নাঈম, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৫ ১২:০০:৩৯
আবারও উইকেট তুলে নিল নাঈম, দেখেনিন সর্বশেষ স্কোর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত ব্যাটার ও চার বোলার নিয়ে টস জিতে আগে ব্যাটিং নেমেছে শ্রীলঙ্কার। সফরকারীদের চার বোলারের মধ্যে দুইজন পেসার এবং দুইজন স্পিনার।

তবে স্বাগতিক বাংলাদেশের একাদশে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসানসহ সাতজন ব্যাটার ও পাঁচজন বোলার। তবে বাংলাদেশের অধিনায়কও জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিং করতেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস ২০ রানে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস আছেন ০ রানে। দিমুথ করুনারত্নকে ফেরালেন নাঈম। তার স্পিন ভেলকিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন দিমুথ করুনারত্ন। ব্যাক্তিগত ৯ রান করে ফিরে গেলেন তিনি। আবারও সেই নাঈমের হাতে কাটা পড়লেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো। কিপারের হাতে ধরা পড়েন তিনি। ৩৬ রানের ফিরে গেলেন তিনি।

এক নজরে দেখেনিন দুই দলের একাদশ:

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও অসিথ ফার্নান্দো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ