জমে উঠেছে IPL প্লে-অফের সমীকরণ, দেখেনিন কলকাতা ও দিল্লির প্লে-অফের কঠিন হিসাব নিকাশ

লখনউ সুপার জায়ান্টস: ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় লখনউ। ১টি ম্যাচ জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত। তাদের ম্যাচ বাকি রাজস্থান ও কলকাতার সঙ্গে। রাজস্থানকে হারালে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। কোনও ম্যাচ না জিতেও প্লে-অফে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে লখনউয়ের।
রাজস্থান রয়্যালস: ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে রাজস্থান। তাদের ম্যাচ বাকি লখনউ ও চেন্নাইয়ের বিরুদ্ধে। ২টি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার দাবিদার হয়ে উঠবে রাজস্থান। একটি ম্যাচ জিতলে নেট রান-রেটের অঙ্ক কষতে হতে পারে রয়্যালসকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৩ ম্যাচে ১৪ রয়েন্ট রয়েছে আরসিবির। তারা শেষ ম্যাচ খেলবে গুজরাটের বিরুদ্ধে। জিতলে ১৬ পয়েন্ট সংগ্রহ করবে তারা। সেক্ষেত্রে নেট রান-রেটের অঙ্ক কষতে হতে পারে কোহলিদের। রান-রেট নিতান্ত খারাপ হওয়ায় হারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল ব্যাঙ্গালোরের।
দিল্লি ক্যাপিটালস: ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে দিল্লির। তাদের ম্যাচ বাকি পঞ্জাব ও মুম্বইয়ের বিরুদ্ধে। ২টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবেন পন্তরা। সেক্ষেত্রে পঞ্জাবের নাগাল এড়িয়ে প্লে-অফের দাবি পেশ করবে দিল্লি। তবে ১টি ম্যাচে হারলেই ১৪ পয়েন্টের আটকে যেতে হবে তাদের। সেক্ষেত্রে অত্যন্ত জটিল অঙ্কের উপর নির্ভর করবে তাদের ভবিষ্যত।
কলকাতা নাইট রাইডার্স: ১৩ ম্যাচে কেকেআরের সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট। ১৪ পয়েন্টে পৌঁছে হিসাবের মধ্যে বিবেচিত হওয়ার জন্য শেষ ম্যাচে লখনউকে হারাতেই হবে। নাহলে সরাসরি বিদায় কলকাতার। জিতলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাওয়ার জন্য রান-রেটের লড়াইয়ে নামার সম্ভাবনা জিইয়ে থাকবে। কলকাতাকে রান-রেটের নিরিখে প্লে-অফে যেতে হলে আরসিবিকে শেষ ম্যাচে হারতে হবে অথবা রাজস্থানকে ২টি ম্যাচেই হারতে হবে। সেই সঙ্গে দিল্লি ও পঞ্জাবকে ১টি করে ম্যাচে হারতে হবে।
পঞ্জাব কিংস: ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে পঞ্জাবের। শেষ ২টি ম্যাচ জিতে ১৬ পয়েন্টে পৌঁছলে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেননা পঞ্জাবের ম্যাচ বাকি দিল্লি ও হায়দরাবাদের বিরুদ্ধে। দু'টি ম্যাচ জেতা মানে দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দেবে পঞ্জাব। তবে ১টি ম্যাচ হারলে ১৪ পয়েন্ট নিয়ে জটিল রান-রেটের অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হতে পারে মায়াঙ্কদের।
সানরাইজার্স হায়দরাবাদ: কলকাতার কাছে হেরে হিসাব জটিল করে ফেলে হায়দরাবাদ। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সুতরাং ১৪ পয়েন্টের বেশি এগনোর সুযোগ নেই সানরাইজার্সের সামনে। তাদের ম্যাচ বাকি মুম্বই ও পঞ্জাবের বিরুদ্ধে। ভেসে থাকতে ২টি ম্যাচ জিততেই হবে। একটি হারলেই বিদায় নিশ্চিত। ২টি ম্যাচ জিতেও তাদের প্লে-অফের লড়াইয়ে থাকা মুশকিল। কেননা নেট রান-রেট নিতান্ত খারাপ হায়দরাবাদের।
চেন্নাই ও মুম্বই ইতিমধ্যেই বিদায় নিশ্চিত করে ফেলেছে। বাকিদের রাস্তা কঠিন করা ছাড়া আর কোনও কাজ নেই ধোনি ও রোহিতদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- প্রকৌশল খাতের ৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি
- বিদেশি বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে চার কোম্পানির শেয়ার
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে
- সাত কোম্পানির শেয়ার বছরের সর্বোচ্চ দামে লেনদেন
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার