ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

উইকেট, উইকেট, উইকেট, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৫ ১৫:৪২:৫৬
উইকেট, উইকেট, উইকেট, দেখেনিন সর্বশেষ স্কোর

বিরতির পর প্রথম বলেই বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন হাফসেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস (৫৪)। পুল করতে গিয়ে মিডউইকেট নাইম হাসানের ক্যাচ হয়েছেন লঙ্কান এই ব্যাটার। তাতেই ভেঙেছে ৯২ রানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান। ম্যাথিউজ ৫৪ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম সেশনে হারায় দুই উইকেট। তবে দুই ওপেনারকে হারানোর পর দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নাইম হাসান, খালেদ আহমেদদের বিপক্ষে তুলনামূলক আক্রমণাত্মক খেলছিলেন তারা। তবে সাকিব আক্রমণে এসেই তাইজুল ইসলামকে সঙ্গে বেঁধে ফেলেন তাদের, রানের জন্য রীতিমতো হাঁসফাঁস করতে হয়েছে দুই লঙ্কান ব্যাটারকে।

প্রথম টেস্টের দ্বিতীয় সেশন শেষে ৫৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে শ্রীলঙ্কা। এই সেশনে ৩২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৮৫ রান করেছে তারা। এর মধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস ও ম্যাথিউজ। গত নভেম্বরের পর এবারই প্রথম ফিফটি পেলেন ম্যাথিউজ।

প্রথম সেশনে এসেছিল ২৪ ওভারে ৭৩ রান। সেখান থেকে দ্বিতীয় সেশনের প্রথম ১১ ওভারে ৫৫ রান করে ফেলেন কুশল ও ম্যাথিউজ। তবে সাকিব-তাইজুল আক্রমণে আসতেই থামে রানের গতি। এ দুজন মিলে টানা ২০ ওভার বোলিং করে খরচ করেন মাত্র ২০ রান। তবে সুযোগ তৈরি করলেও মেলেনি সাফল্য।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ