ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কাকে যত রানে অলআউট করতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৫ ১৯:২৩:১০
শ্রীলঙ্কাকে যত রানে অলআউট করতে চায় বাংলাদেশ

শুধু তা-ই নয়, দ্বিতীয় দিন যত দ্রুত সম্ভব লঙ্কানদের অলআউট করতে চায় টাইগাররা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হন এক লঙ্কান- স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তিনি জানালেন, তার উত্তরসূরিদের ৪০০ রানের মধ্যে আটকে ফেলার ফন্দি আঁটছেন তার শিষ্যরা।

হেরাথ বলেন, ‘৪ উইকেট হারিয়ে ওরা ২৫৮ রান করেছে। কাল সকালে যত দ্রুত সম্ভব দুটি উইকেট তুলে নিতে হবে আমাদের। আমরা তাদের ৪০০ রানের নিচে রাখতে চাই। তাই আরও ১২০-১৩০ রানের মধ্যেই তাদের অলআউট করতে হবে। আজকের পারফরম্যান্স অনেকটা সমান সমান। শ্রীলঙ্কাকে কিছু কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে ম্যাথিউসকে- যা দারুণ একটি শতক হাঁকিয়েছে। তারা যেমনি ভালো ব্যাট করেছে, আমরা আবার তেমনি বোলিং ভালো করেছি।’

২১৩ বলে ১১৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ম্যাথিউস। তার ব্যাটই মূলত পথ দেখিয়েছে সফরকারীদের। সাবেক সতীর্থের হার না মানা মানসিকতায় মুগ্ধ হেরাথ।

বাংলাদেশের বোলিং কোচ বলেন, ‘ওকে আমি ভালো করে চিনি। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি। দেশের জন্য তার ভালো করার ক্ষুধা কাজ করে সবসময়। তার বয়স যতই হোক, সবসময়ই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। এই গরমের মধ্যে দারুণ এক শতক হাঁকাল। আমি নিশ্চিত, সে শ্রীলঙ্কাকে আরও অনেক কিছু দেবে।’

লঙ্কানদের থামিয়ে দিলেও বাংলাদেশ যে খুব একটা স্বস্তিতে থাকবে না তা-ও মনে করিয়ে দিয়েছেন হেরাথ। লঙ্কান স্পিনের সামনে টাইগারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন সাবেক এই লঙ্কান স্পিনার।

তিনি বলেন, ‘তাদের এম্বুলদেনিয়া, মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভার মত স্পিনার আছে। আমাদের জন্য আগামীকাল ও পরবর্তী দিনগুলো ভালোই চ্যালেঞ্জিং হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ