ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তাইজুল-নাইমকে নিয়ে আলাদা করে যা বললেন মেন্ডিস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৫ ২২:০৮:৫১
তাইজুল-নাইমকে নিয়ে আলাদা করে যা বললেন মেন্ডিস

রোববার প্রথম দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমকে মেন্ডিস বলেন, ‘তাইজুল এবং অফস্পিনার (নাঈম) খুব ভালো বোলিং করেছে। উইকেটে একটু টার্ন আছে, বেশি নয়। এটা একটু ধীরগতির। উইকেট টু উইকেটে বোলিং করেছে তারা। আমরা বড় শট খেলতে পারিনি। আমি মনে করি ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে, উইকেট টু উইকেট। এই মাঠে তাদের কিছুই করার ছিল না।’

প্রায় ১৫ মাস পর খেলতে নেমে প্রতিপক্ষের ২ উইকেট নিয়েছেন নাঈম, তাইজুলের শিকার ১টি, সমান ১টি উইকেট সাকিবের। বল হাতে সাকিব-তাইজুল মিতব্যয়ী ছিলেন বটে, তবে ধারাবাহিকভাবে সফরকারীদের উইকেট তুলে নিতে পারেননি। বাকিদের ওপর চড়াও হয়ে রান বের করেছেন ম্যাথিউস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি।

সেই ম্যাথিউসের ব্যাটে ডাবল সেঞ্চুরির দেখছেন মেন্ডিস। চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০০ রান তোলার বার্তা মেন্ডিসের কন্ঠে, ‘আমি মনে করি প্রথম দিনে ২৫৮ রান শেষ করা একটি ভাল স্কোর। আমার মনে হয় এই পিচে ৪০০-৫০০ রানের বেশি একটা ভালো সংগ্রহ। ম্যাথিউস খুব ভালো খেলেছে। শ্রীলঙ্কা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় সে। দাপুটে এক ইনিংস খেলেছেন আমার মনে হয় আগামীকাল যদি ১৫০-২০০ রান করতে পারেন, তাহলে ভালো হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ